নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সবাইকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
জানা যায়, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীর ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন মামলার প্রধান আসামি নুর হোসেন বাদল ও তাঁর লোকজন। নির্যাতনের সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ওই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমের ভিডিও প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। ওই দিন রাতে ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতা।
চলতি বছরের ৩ জানুয়ারি আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের সম্পৃক্ততা না থাকায় তাঁকে বাদ দিয়ে ১৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী। ৩০ কর্মদিবসে ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এ রায় প্রদান করা হয়। আসামিদের মধ্যে ৯ জন জেলহাজতে থাকলেও বাকি ৪ জন এখনো পলাতক রয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবীরা।
মানবাধিকার কর্মী ও নারী নেত্রীরা রায়কে স্বাগত জানিয়ে বলেন, এ রায় হওয়ায় আসামিরা ভবিষ্যতে এমন ধরনের অপরাধ নিয়ে ভীত থাকবে।
আসামীপক্ষের আইনজীবী বলেন, এ ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আসামিদের দেখা যায়নি। কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়াই শুধু মামলার ভিত্তিতে আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়ায় উচ্চ আদালতে আপিলের আবেদন করা হবে।

নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সবাইকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
জানা যায়, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীর ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন মামলার প্রধান আসামি নুর হোসেন বাদল ও তাঁর লোকজন। নির্যাতনের সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ওই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমের ভিডিও প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। ওই দিন রাতে ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতা।
চলতি বছরের ৩ জানুয়ারি আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের সম্পৃক্ততা না থাকায় তাঁকে বাদ দিয়ে ১৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী। ৩০ কর্মদিবসে ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এ রায় প্রদান করা হয়। আসামিদের মধ্যে ৯ জন জেলহাজতে থাকলেও বাকি ৪ জন এখনো পলাতক রয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবীরা।
মানবাধিকার কর্মী ও নারী নেত্রীরা রায়কে স্বাগত জানিয়ে বলেন, এ রায় হওয়ায় আসামিরা ভবিষ্যতে এমন ধরনের অপরাধ নিয়ে ভীত থাকবে।
আসামীপক্ষের আইনজীবী বলেন, এ ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আসামিদের দেখা যায়নি। কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়াই শুধু মামলার ভিত্তিতে আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়ায় উচ্চ আদালতে আপিলের আবেদন করা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে