মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক সৌদিপ্রবাসীর স্ত্রী। পরে ওই গৃহবধূ জাতীয় কল সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করের। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। এর আগে গত মঙ্গলবার মঠবাড়িয়ার শহরে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নজরুল মাস্টারের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস ফরাজী (২৭) ও একই গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু তালুকদার (১৮)।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ এক সন্তানসহ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত মঙ্গলবার বিকেলে শহরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যান। প্রশিক্ষণ শেষে সন্তান ও বোনের মেয়েকে নিয়ে একটি অটোরিকশা বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অটোচালক ওই গৃহবধূকে তাঁর গন্তব্যস্থানে না নামিয়ে আসামিদের যোগসাজশে মঠবাড়িয়া একটি বাড়ির সামনে গিয়ে গাড়ি থামান।
পরে সেখান থেকে আসামিরা ওই গৃহবধূর মুখ চেপে ওই বাড়ির বারান্দায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তিনি চিৎকারে করলে আসামিরা উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে গান বাজায় এবং ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে বখাটেরা চলে গেলে প্রবাসীর স্ত্রী ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ৯৯৯ কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক সৌদিপ্রবাসীর স্ত্রী। পরে ওই গৃহবধূ জাতীয় কল সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করের। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। এর আগে গত মঙ্গলবার মঠবাড়িয়ার শহরে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নজরুল মাস্টারের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস ফরাজী (২৭) ও একই গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু তালুকদার (১৮)।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ এক সন্তানসহ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত মঙ্গলবার বিকেলে শহরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যান। প্রশিক্ষণ শেষে সন্তান ও বোনের মেয়েকে নিয়ে একটি অটোরিকশা বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অটোচালক ওই গৃহবধূকে তাঁর গন্তব্যস্থানে না নামিয়ে আসামিদের যোগসাজশে মঠবাড়িয়া একটি বাড়ির সামনে গিয়ে গাড়ি থামান।
পরে সেখান থেকে আসামিরা ওই গৃহবধূর মুখ চেপে ওই বাড়ির বারান্দায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তিনি চিৎকারে করলে আসামিরা উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে গান বাজায় এবং ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে বখাটেরা চলে গেলে প্রবাসীর স্ত্রী ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ৯৯৯ কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে