কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন চুরি করে নেয় চোরচক্র।
গতকাল রোববার মধ্য রাতে পৌর শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এর মাসখানেক আগে পৌর শহরের প্রাণকেন্দ্রে নয়টি দোকানে চুরির ঘটনা ঘটে। জনবহুল এ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত পৌরবাসী।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, চুরি হওয়া পাঁচটি বাড়ির চারটিতে কয়েক দিন ধরে অনুপস্থিত ছিল পরিবারের সদস্যরা। প্রতিটি ঘরের সদর দরজাসহ ভেতর পর্যন্ত ছিল তালাবদ্ধ। এ বিষটি সম্ভবত নজরে রাখে চোরচক্র।
গতকাল গভীর রাতে এসব বাসায় হানা দেয় চোরেরা। প্রতিটি বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা আলমারি, ওয়্যারড্রব এবং বিছানা ওলট-পালট করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালিপ্রবাসী মেহেদী আজাদ বাবু। তাঁর স্ত্রী জানান, ঘর থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
এ ছাড়াও তাদের পাশের আনিছ মোল্লার স্ত্রী বিউটি বেগম বলেন, ঘর থেকে নগদ ১১ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
এদিকে আলিম সিনেমা হল সংলগ্ন ঠিকাদার মাসুদ রানার ভাড়া বাসা থেকে নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ এবং একই ভবনের ওই বাড়ির মালিক ব্যবসায়ী সোহরাব হোসেনের কক্ষ থেকেও স্বর্ণালংকার, ৯ নম্বর ওয়ার্ডের নেছারিয়া সড়কের শাহজালাল ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড সাবেক বিডিআর সদস্য মো. আক্তার হোসেনের বাসা থেকে দুটি মোবাইল ফোন চুরি করে চোরেরা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ বলেন, ‘ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সব বাড়ির তথ্য এবং পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্র শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কারও কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন চুরি করে নেয় চোরচক্র।
গতকাল রোববার মধ্য রাতে পৌর শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এর মাসখানেক আগে পৌর শহরের প্রাণকেন্দ্রে নয়টি দোকানে চুরির ঘটনা ঘটে। জনবহুল এ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত পৌরবাসী।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, চুরি হওয়া পাঁচটি বাড়ির চারটিতে কয়েক দিন ধরে অনুপস্থিত ছিল পরিবারের সদস্যরা। প্রতিটি ঘরের সদর দরজাসহ ভেতর পর্যন্ত ছিল তালাবদ্ধ। এ বিষটি সম্ভবত নজরে রাখে চোরচক্র।
গতকাল গভীর রাতে এসব বাসায় হানা দেয় চোরেরা। প্রতিটি বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা আলমারি, ওয়্যারড্রব এবং বিছানা ওলট-পালট করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালিপ্রবাসী মেহেদী আজাদ বাবু। তাঁর স্ত্রী জানান, ঘর থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
এ ছাড়াও তাদের পাশের আনিছ মোল্লার স্ত্রী বিউটি বেগম বলেন, ঘর থেকে নগদ ১১ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
এদিকে আলিম সিনেমা হল সংলগ্ন ঠিকাদার মাসুদ রানার ভাড়া বাসা থেকে নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ এবং একই ভবনের ওই বাড়ির মালিক ব্যবসায়ী সোহরাব হোসেনের কক্ষ থেকেও স্বর্ণালংকার, ৯ নম্বর ওয়ার্ডের নেছারিয়া সড়কের শাহজালাল ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড সাবেক বিডিআর সদস্য মো. আক্তার হোসেনের বাসা থেকে দুটি মোবাইল ফোন চুরি করে চোরেরা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ বলেন, ‘ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সব বাড়ির তথ্য এবং পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্র শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কারও কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
২ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৫ দিন আগে