নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। নৌ পুলিশের দুজন কর্মকর্তা মাসিক ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় জেলেদের। তবে নৌ পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের জেলে মো. রুবেল মিয়া অভিযোগ করেন, দেড় মাস আগে নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে এবং এএসআই জসিম তাঁর নৌকা আটক করে ১০ হাজার টাকা দাবি করেন। তিনি অনেক কষ্টে ধারদেনা করে ৪ হাজার টাকা দিয়েছেন। এখন মাসে মাসে চাঁদা দাবি করা হচ্ছে।
কামারকাঠি গ্রামের ফিরোজ শেখ নামের অপর জেলে বলেন, ‘আমাদের কামারকাঠি গ্রামের জেলেদের কাছ থেকে ১ হাজার করে টাকা নিচ্ছেন নেছারাবাদের নৌ পুলিশ জসিম। ঘনমান গ্রামের মো. সোহাগের মাধ্যমে এই টাকা তুলছেন তিনি। আমরা যারা নিষিদ্ধ সময় বাদে নদীতে সুতার জাল বাই, আমাদের কাছ থেকে কেন চাঁদা চাওয়া হচ্ছে? চাঁদা না দিলেই আইনের নানা অজুহাত দেখিয়ে জসিম আমাদের হয়রানি করছেন।’
অভিযোগের বিষয়ে নেছারাবাদ নৌ পুলিশের এএসআই মো. জসিম বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিচ্ছি না। চার মাস ধরে আমরা কোনো অভিযানে নামিনি। এখন পুলিশের একটা খারাপ সময় যাচ্ছে। তাই জেলেরা যা ইচ্ছে বলছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে বলেন, ‘কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলে। তাতে করার কী আছে! তবে জেলেদের কাছ থেকে চাঁদা তোলার বিষয়ে আমার কিছু জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘জেলেদের কাছ থেকে নৌ পুলিশের চাঁদাবাজির অভিযোগটি শুনেছি। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হবে।’

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। নৌ পুলিশের দুজন কর্মকর্তা মাসিক ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় জেলেদের। তবে নৌ পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের জেলে মো. রুবেল মিয়া অভিযোগ করেন, দেড় মাস আগে নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে এবং এএসআই জসিম তাঁর নৌকা আটক করে ১০ হাজার টাকা দাবি করেন। তিনি অনেক কষ্টে ধারদেনা করে ৪ হাজার টাকা দিয়েছেন। এখন মাসে মাসে চাঁদা দাবি করা হচ্ছে।
কামারকাঠি গ্রামের ফিরোজ শেখ নামের অপর জেলে বলেন, ‘আমাদের কামারকাঠি গ্রামের জেলেদের কাছ থেকে ১ হাজার করে টাকা নিচ্ছেন নেছারাবাদের নৌ পুলিশ জসিম। ঘনমান গ্রামের মো. সোহাগের মাধ্যমে এই টাকা তুলছেন তিনি। আমরা যারা নিষিদ্ধ সময় বাদে নদীতে সুতার জাল বাই, আমাদের কাছ থেকে কেন চাঁদা চাওয়া হচ্ছে? চাঁদা না দিলেই আইনের নানা অজুহাত দেখিয়ে জসিম আমাদের হয়রানি করছেন।’
অভিযোগের বিষয়ে নেছারাবাদ নৌ পুলিশের এএসআই মো. জসিম বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিচ্ছি না। চার মাস ধরে আমরা কোনো অভিযানে নামিনি। এখন পুলিশের একটা খারাপ সময় যাচ্ছে। তাই জেলেরা যা ইচ্ছে বলছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে বলেন, ‘কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলে। তাতে করার কী আছে! তবে জেলেদের কাছ থেকে চাঁদা তোলার বিষয়ে আমার কিছু জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘জেলেদের কাছ থেকে নৌ পুলিশের চাঁদাবাজির অভিযোগটি শুনেছি। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হবে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে