
পটুয়াখালীর বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ ডিসেম্বর উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনের জন্য নিজের অফিস সহকারীর কাছে ঘুষ দাবি করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ওই পরিদর্শনের প্রত্যয়নপত্র প্রস্তুত করে শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নিতে যান অফিস সহকারী জালাল উদ্দিন। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ টাকাপয়সা দিয়েছে কি না জানতে চান শিক্ষা কর্মকর্তা। জবাবে জালাল উদ্দিন বলেন, মাদ্রাসাটি তাঁর গ্রামের। তাই তিনি টাকাপয়সা নিতে পারেননি। তিনি যেন প্রত্যয়নপত্রে স্বাক্ষর করে দেন।
কিন্তু শিক্ষা কর্মকর্তা টাকা ছাড়া ওই প্রত্যয়নপত্র দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অফিস সহকারীকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার জালাল উদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের স্বেচ্ছাচারিতার কারণে আমি অফিসে কাজ করতে পারছি না। তাঁর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন।’
তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ওই মাদ্রাসা পরিদর্শন করে অনেক অসংগতি পেয়েছি। তাই প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রত্যয়নপত্রের জন্য জালাল উদ্দিন আমাকে বাধ্য করতে চাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ ডিসেম্বর উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনের জন্য নিজের অফিস সহকারীর কাছে ঘুষ দাবি করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ওই পরিদর্শনের প্রত্যয়নপত্র প্রস্তুত করে শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নিতে যান অফিস সহকারী জালাল উদ্দিন। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ টাকাপয়সা দিয়েছে কি না জানতে চান শিক্ষা কর্মকর্তা। জবাবে জালাল উদ্দিন বলেন, মাদ্রাসাটি তাঁর গ্রামের। তাই তিনি টাকাপয়সা নিতে পারেননি। তিনি যেন প্রত্যয়নপত্রে স্বাক্ষর করে দেন।
কিন্তু শিক্ষা কর্মকর্তা টাকা ছাড়া ওই প্রত্যয়নপত্র দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অফিস সহকারীকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার জালাল উদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের স্বেচ্ছাচারিতার কারণে আমি অফিসে কাজ করতে পারছি না। তাঁর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন।’
তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ওই মাদ্রাসা পরিদর্শন করে অনেক অসংগতি পেয়েছি। তাই প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রত্যয়নপত্রের জন্য জালাল উদ্দিন আমাকে বাধ্য করতে চাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
৯ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে