ভোলা প্রতিনিধি

বিয়ের মূল আনুষ্ঠানিকতা ভালোয় ভালোয় শেষ হয়েছে। কিন্তু বিপত্তি বাঁধে বউভাতে। বরের বাড়িতে কনেপক্ষ যাওয়ার পর থেকেই শুরু হয় যৌতুক নিয়ে কথাবার্তা। এর মধ্যে ঘটকও চেয়ে বসেন মোটা অঙ্কের সম্মানী। বিপাকে পড়ে কনেপক্ষ। এমনকি খেতে বসেও বরপক্ষের লোকজন নানাভাবে বিদ্রুপ করতে থাকে।
এর মধ্যে পানি চাওয়ার জেরে শুরু হয় উভয়পক্ষে বিতণ্ডা। এক পর্যায়ে ঘটকসহ বরপক্ষের কয়েকজন কনেপক্ষের লোকজনকে মারতে শুরু করে। বেঁধে যায় সংঘর্ষ। এই ফাঁকে বর তাঁর নববধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
ঘটনাটি ঘটেছে ভোলার মনপুরায়। গতকাল রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে এ ঘটনায় কনের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সংঘর্ষে কনের মা, ভাই-বোনসহ পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।
কনের মা নুরন্নাহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী মিয়ার ছেলে আল-আমিনের সঙ্গে গত বৃহস্পতিবার তাঁর মেয়ে তানজিলা আক্তার মিমের বিয়ে হয়। বিয়ের দুদিন পর গতকাল রোববার বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে যান কনের বাড়ির লোকজন। সেখানে কনের পরিবারের কাছে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবি করেন।
পরে বরপক্ষের লোকজন যৌতুকের টাকা ও কনের জন্য জামাকাপড় নিয়ে কেন আসেনি, এ নিয়ে কটূক্তি করতে শুরু করে। এ সময় টেবিলে পানি দিতে বললে বরপক্ষের লোকেরা ক্ষেপে যায়। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিকসহ পাঁচ-সাত জন কনেপক্ষকে মারধর শুরু করে। ঘটনার একপর্যায়ে কনেকে নিয়ে বর পালিয়ে যান।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, বউভাত অনুষ্ঠানে মারামারির ঘটনা শুনেছি। কনেপক্ষকে ডেকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কি-না জানতে চাইলে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, বউভাত অনুষ্ঠানে কনেপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় কনের বাবা আইয়ুব আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে আইনি নেওয়া হবে।

বিয়ের মূল আনুষ্ঠানিকতা ভালোয় ভালোয় শেষ হয়েছে। কিন্তু বিপত্তি বাঁধে বউভাতে। বরের বাড়িতে কনেপক্ষ যাওয়ার পর থেকেই শুরু হয় যৌতুক নিয়ে কথাবার্তা। এর মধ্যে ঘটকও চেয়ে বসেন মোটা অঙ্কের সম্মানী। বিপাকে পড়ে কনেপক্ষ। এমনকি খেতে বসেও বরপক্ষের লোকজন নানাভাবে বিদ্রুপ করতে থাকে।
এর মধ্যে পানি চাওয়ার জেরে শুরু হয় উভয়পক্ষে বিতণ্ডা। এক পর্যায়ে ঘটকসহ বরপক্ষের কয়েকজন কনেপক্ষের লোকজনকে মারতে শুরু করে। বেঁধে যায় সংঘর্ষ। এই ফাঁকে বর তাঁর নববধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
ঘটনাটি ঘটেছে ভোলার মনপুরায়। গতকাল রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে এ ঘটনায় কনের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সংঘর্ষে কনের মা, ভাই-বোনসহ পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।
কনের মা নুরন্নাহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী মিয়ার ছেলে আল-আমিনের সঙ্গে গত বৃহস্পতিবার তাঁর মেয়ে তানজিলা আক্তার মিমের বিয়ে হয়। বিয়ের দুদিন পর গতকাল রোববার বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে যান কনের বাড়ির লোকজন। সেখানে কনের পরিবারের কাছে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবি করেন।
পরে বরপক্ষের লোকজন যৌতুকের টাকা ও কনের জন্য জামাকাপড় নিয়ে কেন আসেনি, এ নিয়ে কটূক্তি করতে শুরু করে। এ সময় টেবিলে পানি দিতে বললে বরপক্ষের লোকেরা ক্ষেপে যায়। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিকসহ পাঁচ-সাত জন কনেপক্ষকে মারধর শুরু করে। ঘটনার একপর্যায়ে কনেকে নিয়ে বর পালিয়ে যান।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, বউভাত অনুষ্ঠানে মারামারির ঘটনা শুনেছি। কনেপক্ষকে ডেকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কি-না জানতে চাইলে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, বউভাত অনুষ্ঠানে কনেপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় কনের বাবা আইয়ুব আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে আইনি নেওয়া হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে