প্রতিনিধি

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতলপাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্বকামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শীতলপাটি শিল্পী বাবুল দত্ত জানান, রোববার দুপুরে হঠাৎ পাইত্রা বাগানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও পাইত্রা বাগানটি রক্ষা করা যায়নি। আগুন ও ধোঁয়ায় বাগানের অধিকাংশ গাছ পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পাইত্রা বাগানের মালিক বিবেকানন্দ পাটকির জানান, বাগানটিতে প্রায় ১ হাজার গাছ ছিল। সবগুলো গাছই পুড়ে গেছে। করোনার কারণে শীতলপাটি বিক্রি করা যাচ্ছে না। এরমধ্যে বাগানটিও পুড়ে গেল। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষটি অবহিত করেছেন বলেও জানান তিনি।
স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, এই গ্রাম ও পাশের গ্রাম মিলিয়ে অন্তত ৫০ ঘর শিল্পী পরিবার আছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা। বংশ পরম্পরায় তাঁরা শীতলপাটি বানিয়ে বাজারে বিক্রি করে আসছেন। বাগান ধ্বংস হয়ে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, শীতলপাটির কাঁচামাল তৈরির বাগানে আগুন দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় পাটকির সমিতির সভাপতি রনজিৎ দত্ত ও উপদেষ্টা রফিকুল আলম। তাঁরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতলপাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্বকামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শীতলপাটি শিল্পী বাবুল দত্ত জানান, রোববার দুপুরে হঠাৎ পাইত্রা বাগানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও পাইত্রা বাগানটি রক্ষা করা যায়নি। আগুন ও ধোঁয়ায় বাগানের অধিকাংশ গাছ পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পাইত্রা বাগানের মালিক বিবেকানন্দ পাটকির জানান, বাগানটিতে প্রায় ১ হাজার গাছ ছিল। সবগুলো গাছই পুড়ে গেছে। করোনার কারণে শীতলপাটি বিক্রি করা যাচ্ছে না। এরমধ্যে বাগানটিও পুড়ে গেল। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষটি অবহিত করেছেন বলেও জানান তিনি।
স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, এই গ্রাম ও পাশের গ্রাম মিলিয়ে অন্তত ৫০ ঘর শিল্পী পরিবার আছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা। বংশ পরম্পরায় তাঁরা শীতলপাটি বানিয়ে বাজারে বিক্রি করে আসছেন। বাগান ধ্বংস হয়ে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, শীতলপাটির কাঁচামাল তৈরির বাগানে আগুন দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় পাটকির সমিতির সভাপতি রনজিৎ দত্ত ও উপদেষ্টা রফিকুল আলম। তাঁরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে