লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচার থেকে রক্ষা পেল বিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে লোহাগাড়া থেকে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় এসব বন্য প্রাণীসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার বাসিন্দা মো. এমরান (২৬) এবং বান্দরবানের আলীকদম নয়াপাড়ার আলীম উদ্দিন (৩৫)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ওই ব্যক্তিকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
এ সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ও চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
মাহমুদ বলেন, উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে চিতা বিড়াল ও মেছো বিড়াল মাংসাশী প্রাণী। এগুলো ইঁদুর, মাছ ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। মথুরা মোরগ পোকামাকড় খায়। প্রাণীগুলো খুবই বিপন্ন প্রজাতির। এগুলো ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। পরে এদের বসবাসের উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, বান্দরবানের আলীকদম থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক চট্টগ্রামে বিক্রি করার জন্য প্রাণীগুলো নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে গাড়িটি থামিয়ে প্রাণীগুলোসহ তাঁদের আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা বিক্রির উদ্দেশ্যে বিরল প্রজাতির এসব প্রাণী পাচার করছিলেন। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বন্য প্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ।

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচার থেকে রক্ষা পেল বিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে লোহাগাড়া থেকে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় এসব বন্য প্রাণীসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার বাসিন্দা মো. এমরান (২৬) এবং বান্দরবানের আলীকদম নয়াপাড়ার আলীম উদ্দিন (৩৫)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ওই ব্যক্তিকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
এ সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ও চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
মাহমুদ বলেন, উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে চিতা বিড়াল ও মেছো বিড়াল মাংসাশী প্রাণী। এগুলো ইঁদুর, মাছ ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। মথুরা মোরগ পোকামাকড় খায়। প্রাণীগুলো খুবই বিপন্ন প্রজাতির। এগুলো ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। পরে এদের বসবাসের উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, বান্দরবানের আলীকদম থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক চট্টগ্রামে বিক্রি করার জন্য প্রাণীগুলো নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে গাড়িটি থামিয়ে প্রাণীগুলোসহ তাঁদের আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা বিক্রির উদ্দেশ্যে বিরল প্রজাতির এসব প্রাণী পাচার করছিলেন। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বন্য প্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে