শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে জেলা পরিষদের খাসজমি ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার পাটাভোগ ইউনিয়নে মুন্সিগঞ্জ থেকে দোহার সড়কসংলগ্ন কুশুরীপাড়া গ্রামে এই খাসজমি ভরাট করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপদের ঢাকা-দোহার সড়কের কুশুরীপাড়া কবরস্থানের অন্য পাশে একটি ফুটবল মাঠের সমান জেলা পরিষদের খাস জায়গা ডাম্প ট্রাক দিয়ে ভরাট করা হচ্ছে। এতে রাস্তার ওপর বালুর স্তর পড়ে গেছে। ধুলায় ছেয়ে গেছে চারপাশ।
স্থানীয়রা জানান, প্রতিদিন বালুবোঝাই ডাম্প ট্রাক সড়ক দিয়ে চলাচল করছে। ট্রাকগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশের দোকান ও বসতবাড়ির ভেতরে ঢুকে পড়ে। ধুলাবালুর কারণে মুখ ঢেকে চলতে হয়। বালু ভরাটকারীরা এলাকার প্রভাবশালী ব্যক্তি। ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খোলে না।
বালু ভরাটের ঠিকাদার মো. মতি বলেন, ‘আমাকে ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট এই জায়গা ভরাটের কাজ দিয়েছেন। আমি কন্ট্রাক্ট নেওয়ার পর লৌহজংয়ের বালু ব্যবসায়ী মন্টু মেম্বারকে সাব-কন্ট্রাক্ট দিয়ে দিই।’
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট বলেন, ‘সারা দেশেই তো এভাবে সরকারি জায়গা ভরাট হচ্ছে। এই জায়গার তো একজন মালিক না। অনেক মালিক আছে। এ জায়গার মালিক আমার ভাই, দাদা ও বেয়াই।’ পরে তিনি আবার ফোন করে এ সংবাদদাতাকে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন এবং কুরুচিপূর্ণ কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ বলেন, ‘জেলা পরিষদ যদি আমাদের কাছে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা চায়, আমরা তা করব।’
মুন্সিগঞ্জ জেলা পরিষদ সার্ভেয়ার ইসমাইল হোসেন বলেন, ‘জেলা পরিষদের জায়গা ব্যক্তিগতভাবে ভরাটের নিয়ম নেই। সেখানে ভরাট করার জন্য আমাদের কাছ থেকে কেউ কোনো অনুমতিও নেননি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সেখানে লোক পাঠানো হবে।’

মুন্সিগঞ্জের শ্রীনগরে জেলা পরিষদের খাসজমি ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার পাটাভোগ ইউনিয়নে মুন্সিগঞ্জ থেকে দোহার সড়কসংলগ্ন কুশুরীপাড়া গ্রামে এই খাসজমি ভরাট করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপদের ঢাকা-দোহার সড়কের কুশুরীপাড়া কবরস্থানের অন্য পাশে একটি ফুটবল মাঠের সমান জেলা পরিষদের খাস জায়গা ডাম্প ট্রাক দিয়ে ভরাট করা হচ্ছে। এতে রাস্তার ওপর বালুর স্তর পড়ে গেছে। ধুলায় ছেয়ে গেছে চারপাশ।
স্থানীয়রা জানান, প্রতিদিন বালুবোঝাই ডাম্প ট্রাক সড়ক দিয়ে চলাচল করছে। ট্রাকগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশের দোকান ও বসতবাড়ির ভেতরে ঢুকে পড়ে। ধুলাবালুর কারণে মুখ ঢেকে চলতে হয়। বালু ভরাটকারীরা এলাকার প্রভাবশালী ব্যক্তি। ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খোলে না।
বালু ভরাটের ঠিকাদার মো. মতি বলেন, ‘আমাকে ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট এই জায়গা ভরাটের কাজ দিয়েছেন। আমি কন্ট্রাক্ট নেওয়ার পর লৌহজংয়ের বালু ব্যবসায়ী মন্টু মেম্বারকে সাব-কন্ট্রাক্ট দিয়ে দিই।’
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট বলেন, ‘সারা দেশেই তো এভাবে সরকারি জায়গা ভরাট হচ্ছে। এই জায়গার তো একজন মালিক না। অনেক মালিক আছে। এ জায়গার মালিক আমার ভাই, দাদা ও বেয়াই।’ পরে তিনি আবার ফোন করে এ সংবাদদাতাকে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন এবং কুরুচিপূর্ণ কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ বলেন, ‘জেলা পরিষদ যদি আমাদের কাছে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা চায়, আমরা তা করব।’
মুন্সিগঞ্জ জেলা পরিষদ সার্ভেয়ার ইসমাইল হোসেন বলেন, ‘জেলা পরিষদের জায়গা ব্যক্তিগতভাবে ভরাটের নিয়ম নেই। সেখানে ভরাট করার জন্য আমাদের কাছ থেকে কেউ কোনো অনুমতিও নেননি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সেখানে লোক পাঠানো হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে