
ভারতে মায়ের বাড়িতে চুরি করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মা তাঁকে ভালোবাসেন না, তাই বাড়ি থেকে স্বর্ণ, রুপার গয়নাসহ ২৫ হাজার রুপি চুরি করেছেন বলে স্বীকার করেছেন তরুণী।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, গত ৩০ জানুয়ারি দিল্লির উত্তমনগর এলাকায় বেলা ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কালো বোরকা পরে মায়ের বাড়িতে প্রবেশ করেন ৩১ বছর বয়সী শ্বেতা। জোর করে বাড়িতে প্রবেশ ও আলমারি খোলার কোনো চিহ্ন না পেয়ে পুলিশ শ্বেতাকে সন্দেহ করে। পরে এলাকার সিসিটিভি ফুটেজে কালো বোরকা পরিহিত শ্বেতাকে শনাক্ত করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে শ্বেতা অপরাধ স্বীকার করে বলেন, তাঁর আর্থিক সহায়তার প্রয়োজন ছিল। এ ছাড়া মা তাঁর ছোট বোনের তুলনায় তাঁকে কম ভালোবাসেন।
শ্বেতা বলেন, তিনি মায়ের কাছে আগেও আর্থিক দুর্দশার কথা বলেছেন। তাঁর মা ছোট বোনের বিয়ের জন্য বেশ কিছু গয়না জমা করেছিলেন। বোনের প্রতি ঈর্ষা ও বিরক্তি থেকে তিনি মায়ের বাড়িতে চুরি করার পরিকল্পনা করেন।
পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত সিং পিটিআইকে বলেন, ‘শ্বেতা অপরাধ স্বীকার করে পুলিশকে বলেন, তাঁর মা ছোট মেয়েকে বেশি ভালোবাসেন এবং তাঁর নিজেরও আর্থিক অনটন চলছিল। তাই তিনি চুরির পরিকল্পনা করেন।’
অঙ্কিত সিং বলেন, অভিযুক্ত তাঁর বোনের জন্য রাখা গয়না চুরি করার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, ‘গত জানুয়ারিতে অভিযুক্ত তাঁর মাকে বলেন, তিনি মোহন গার্ডেন এলাকা থেকে উত্তমনগরে বাসা বদল করবেন। এর জন্য তাঁর সাহায্য লাগবে। গত ৩০ জানুয়ারি জিনিসপত্র গোছানোর সময় তিনি কৌশলে মায়ের বাড়ির চাবি চুরি করেন। বাড়ি থেকে বের হয়ে পাবলিক টয়লেটে গিয়ে পোশাক বদলে কালো বোরকা পরেন এবং মায়ের বাড়িতে যান। অবশ্য তিনি চুরির জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

ভারতে মায়ের বাড়িতে চুরি করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মা তাঁকে ভালোবাসেন না, তাই বাড়ি থেকে স্বর্ণ, রুপার গয়নাসহ ২৫ হাজার রুপি চুরি করেছেন বলে স্বীকার করেছেন তরুণী।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, গত ৩০ জানুয়ারি দিল্লির উত্তমনগর এলাকায় বেলা ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কালো বোরকা পরে মায়ের বাড়িতে প্রবেশ করেন ৩১ বছর বয়সী শ্বেতা। জোর করে বাড়িতে প্রবেশ ও আলমারি খোলার কোনো চিহ্ন না পেয়ে পুলিশ শ্বেতাকে সন্দেহ করে। পরে এলাকার সিসিটিভি ফুটেজে কালো বোরকা পরিহিত শ্বেতাকে শনাক্ত করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে শ্বেতা অপরাধ স্বীকার করে বলেন, তাঁর আর্থিক সহায়তার প্রয়োজন ছিল। এ ছাড়া মা তাঁর ছোট বোনের তুলনায় তাঁকে কম ভালোবাসেন।
শ্বেতা বলেন, তিনি মায়ের কাছে আগেও আর্থিক দুর্দশার কথা বলেছেন। তাঁর মা ছোট বোনের বিয়ের জন্য বেশ কিছু গয়না জমা করেছিলেন। বোনের প্রতি ঈর্ষা ও বিরক্তি থেকে তিনি মায়ের বাড়িতে চুরি করার পরিকল্পনা করেন।
পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত সিং পিটিআইকে বলেন, ‘শ্বেতা অপরাধ স্বীকার করে পুলিশকে বলেন, তাঁর মা ছোট মেয়েকে বেশি ভালোবাসেন এবং তাঁর নিজেরও আর্থিক অনটন চলছিল। তাই তিনি চুরির পরিকল্পনা করেন।’
অঙ্কিত সিং বলেন, অভিযুক্ত তাঁর বোনের জন্য রাখা গয়না চুরি করার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, ‘গত জানুয়ারিতে অভিযুক্ত তাঁর মাকে বলেন, তিনি মোহন গার্ডেন এলাকা থেকে উত্তমনগরে বাসা বদল করবেন। এর জন্য তাঁর সাহায্য লাগবে। গত ৩০ জানুয়ারি জিনিসপত্র গোছানোর সময় তিনি কৌশলে মায়ের বাড়ির চাবি চুরি করেন। বাড়ি থেকে বের হয়ে পাবলিক টয়লেটে গিয়ে পোশাক বদলে কালো বোরকা পরেন এবং মায়ের বাড়িতে যান। অবশ্য তিনি চুরির জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে