সিলেট সংবাদদাতা

ওসমানীনগরে কয়েকজন রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মক (অনুশীলনমূলক) ভোটে অংশ নেওয়ার সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুই শতাধিক সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেন। গত ৩১ জানুয়ারি এই উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৯ জানুয়ারি সব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার মক ভোটে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কতিপয় প্রিসাইডিং কর্মকর্তা নামমাত্র কয়েকজন ছাড়া বাকিদের মক ভোটে অংশ নিতে নিষেধ করেন। এসব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নামে বরাদ্দ করা সম্মানীর কয়েক লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেন।
জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখানোর জন্য প্রতিটি কেন্দ্রেই মক (অনুশীলনমূলক ভোট) নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। মক ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গত ২৯ জানুয়ারি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই মক ভোট অনুষ্ঠানে সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ওসমানীনগরে নির্বাচন কমিশনের নির্দেশনা মানেননি কিছু কর্মকর্তা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘মক ভোটের আগের দিন আমি প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাকে ডিউটিতে যেতে বারণ করেন।’
একই অভিযোগ করেন খাদিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক পোলিং কর্মকর্তা কামাল মিয়া বলেন, ‘আমাকেও মক ভোটের ডিউটিতে যেতে নিষেধ করেন তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ করিম।’
জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল মন্তব্য করতে রাজি হননি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওসমানীনগরে কয়েকজন রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মক (অনুশীলনমূলক) ভোটে অংশ নেওয়ার সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুই শতাধিক সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেন। গত ৩১ জানুয়ারি এই উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৯ জানুয়ারি সব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার মক ভোটে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কতিপয় প্রিসাইডিং কর্মকর্তা নামমাত্র কয়েকজন ছাড়া বাকিদের মক ভোটে অংশ নিতে নিষেধ করেন। এসব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নামে বরাদ্দ করা সম্মানীর কয়েক লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেন।
জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখানোর জন্য প্রতিটি কেন্দ্রেই মক (অনুশীলনমূলক ভোট) নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। মক ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গত ২৯ জানুয়ারি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই মক ভোট অনুষ্ঠানে সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ওসমানীনগরে নির্বাচন কমিশনের নির্দেশনা মানেননি কিছু কর্মকর্তা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘মক ভোটের আগের দিন আমি প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাকে ডিউটিতে যেতে বারণ করেন।’
একই অভিযোগ করেন খাদিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক পোলিং কর্মকর্তা কামাল মিয়া বলেন, ‘আমাকেও মক ভোটের ডিউটিতে যেতে নিষেধ করেন তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ করিম।’
জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল মন্তব্য করতে রাজি হননি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে