নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে উপস্থিত জনতা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
আজ শনিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমাবেশ চলাকালে ছুরিসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে লোকজন ধরে ফেলে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
এর আগে সকাল ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে উদ্যানে আসতে শুরু করেন। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে মুখর ছিল চারপাশ।
বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দলটির নেতারা জানিয়েছেন, এই মহাসমাবেশের মাধ্যমে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় প্রচার ও গণসংযোগ চালানো হয়েছে। জাতীয় নেতাদের উপস্থিতিতে এই আয়োজনে ইসলামী আন্দোলন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দিতে চায়।
সমাবেশ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোট) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ধরা হয়েছে। দলটির নেতারা বলেন, দেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো নির্বাচন নিশ্চিত করতেই তাদের এই আন্দোলন।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে উপস্থিত জনতা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
আজ শনিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমাবেশ চলাকালে ছুরিসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে লোকজন ধরে ফেলে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
এর আগে সকাল ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে উদ্যানে আসতে শুরু করেন। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে মুখর ছিল চারপাশ।
বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দলটির নেতারা জানিয়েছেন, এই মহাসমাবেশের মাধ্যমে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় প্রচার ও গণসংযোগ চালানো হয়েছে। জাতীয় নেতাদের উপস্থিতিতে এই আয়োজনে ইসলামী আন্দোলন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দিতে চায়।
সমাবেশ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোট) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ধরা হয়েছে। দলটির নেতারা বলেন, দেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো নির্বাচন নিশ্চিত করতেই তাদের এই আন্দোলন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে