নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী এলাকায় ডালি নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে। তাঁদের দাবি, তিয়শ্রী এন এইচ খান একাডেমির কাছ থেকে তাঁরা এ নদী ইজারা নিয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেছেন, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয়রা বলছেন, এভাবে নদী বাঁধ দিয়ে মাছ শিকার করা হলে ভবিষ্যতে এ এলাকায় কোনো মাছ থাকবে না। এলাকায় মাছের আকাল দেখা দেবে।
এভাবে মাছ ধরা ঠিক না। এতে পোনা মাছও শেষ হয়ে যাবে। নদীতে বাঁধ দিয়ে প্রভাবশালীরা মাছ ধরে। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার। এই অবৈধ মাছ নিধন বন্ধ করা দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে একটি মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ডালি নদীতে বিষাক্ত ট্যাবলেট ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। এতে দিনে দিনে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এ বিষয়ে তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদার বলেন, ‘আমরা এ নদীটি উপজেলা নির্বাহী কার্যালয় থেকে সমতা মৎস্যজীবী সমিতির নামে ১৪-১৫ হাজার টাকার বিনিময়ে লিজ নিই। আমাদের তো মাছ ধরার কথা। তাই কিছু লোক দিয়ে মাছ ধরাচ্ছি।’
মৎস্য শিকারি আলিম মিয়া জানান, ‘আমি তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদারে কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকার বিনিময়ে এক সিজনের জন্য লিজ নিয়েছি। নদীতে বাঁধ দিয়ে শুকিয়ে মাছ শিকার করব এ শর্ত দিয়েই নদী লিজ নিয়েছি। এ বিষয়ে প্রধান শিক্ষক সবই জানেন।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।’ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহনূর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি দেখতে তিয়শ্রী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছি।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ বিষয়টি অবগত নই। আপনার কাছ থেকেই জানলাম। এমনটা যদি হয়ে থাকে, তবে ওখানকার এসিল্যান্ড বা ইউএনওকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলব।

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী এলাকায় ডালি নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে। তাঁদের দাবি, তিয়শ্রী এন এইচ খান একাডেমির কাছ থেকে তাঁরা এ নদী ইজারা নিয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেছেন, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয়রা বলছেন, এভাবে নদী বাঁধ দিয়ে মাছ শিকার করা হলে ভবিষ্যতে এ এলাকায় কোনো মাছ থাকবে না। এলাকায় মাছের আকাল দেখা দেবে।
এভাবে মাছ ধরা ঠিক না। এতে পোনা মাছও শেষ হয়ে যাবে। নদীতে বাঁধ দিয়ে প্রভাবশালীরা মাছ ধরে। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার। এই অবৈধ মাছ নিধন বন্ধ করা দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে একটি মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ডালি নদীতে বিষাক্ত ট্যাবলেট ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। এতে দিনে দিনে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এ বিষয়ে তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদার বলেন, ‘আমরা এ নদীটি উপজেলা নির্বাহী কার্যালয় থেকে সমতা মৎস্যজীবী সমিতির নামে ১৪-১৫ হাজার টাকার বিনিময়ে লিজ নিই। আমাদের তো মাছ ধরার কথা। তাই কিছু লোক দিয়ে মাছ ধরাচ্ছি।’
মৎস্য শিকারি আলিম মিয়া জানান, ‘আমি তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদারে কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকার বিনিময়ে এক সিজনের জন্য লিজ নিয়েছি। নদীতে বাঁধ দিয়ে শুকিয়ে মাছ শিকার করব এ শর্ত দিয়েই নদী লিজ নিয়েছি। এ বিষয়ে প্রধান শিক্ষক সবই জানেন।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।’ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহনূর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি দেখতে তিয়শ্রী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছি।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ বিষয়টি অবগত নই। আপনার কাছ থেকেই জানলাম। এমনটা যদি হয়ে থাকে, তবে ওখানকার এসিল্যান্ড বা ইউএনওকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলব।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে