পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে স্থানীয় পোস্টম্যান ও পোস্ট মাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের যোগসাজশে প্রায় ৩ কেটি টাকা নিয়ে উধাও হয়েছেন পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা টাকা আমানত নিয়ে গ্রাহকদের পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ এর নামে টোকেন দিয়েছেন। তাঁরা গ্রাহকদের বলেছিলেন, নগদে টাকা রাখলে লাভ বেশি। এ জন্য সরকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ডিজিটাল সেবা দেওয়ার জন্য পোস্ট অফিসের পাশাপাশি আর একটি সংস্থা চালু করেছেন, নাম নগদ।
ভুক্তভোগী আলেয়া খাতুন, বুলু খাতুন, খালেক ফকির প্রমুখ অভিযোগ করে বলেন, তাঁদের একেকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়া হয়েছে। ১ লাখে প্রতি মাসে ১ হাজার টাকা করে লাভ দেওয়ার কথা বলে টাকা জমা নেওয়া হয়। পোস্টম্যান বকুলের কথা শুনে তাঁরা টাকা দেন। তিনি টাকা নেওয়ার টোকেনও দিয়েছেন। টোকেনে লেখা আছে, পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ রেজি. নম্বর-সি-৫৩৬৭৭ (৩৪২) ২০০৪। পরে ভুক্তভোগী বুঝতে পারেন যে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এ বিষয়ে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে পাবনার ডেপুটি পোস্ট মাস্টার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল্লাহ আল মাহমুদকে বদলি করেন।
সাগরকান্দিতে আসা নতুন পোস্ট মাস্টার রফিকুল ইসলাম বলেন, পোস্টম্যান নূর হোসেন বকুল কোথায় আছে জানেন না। টাকা নেওয়ার বই বিষয়ে তিনি জানান, এসব বই ডাক বিভাগের না। গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এ ঘটনায় বকুলের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, চেয়ারম্যান শাহীন চৌধুরীর সঙ্গে তাঁদের কথা হয়েছে। গ্রাহকদের সব টাকা তাঁরা পরিশোধ করে দেবেন।
আর পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী বলেন, তিনি বিষয়টি কয়েকজন ভুক্তভোগীর মাধ্যমে জেনেছেন। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
পাবনার ডেপুটি পোস্ট মাস্টার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাদের একজন পোস্টম্যান লাখে ১ হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ এর মতো করে বই তৈরি করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। পোস্ট অফিসের সঙ্গে কুরিয়ারের এ ধরনের কোনো সম্পর্ক নেই। বইতে নগদের লোগো দিয়েছে। মূলত মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’
আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনো ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান।

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে স্থানীয় পোস্টম্যান ও পোস্ট মাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের যোগসাজশে প্রায় ৩ কেটি টাকা নিয়ে উধাও হয়েছেন পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা টাকা আমানত নিয়ে গ্রাহকদের পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ এর নামে টোকেন দিয়েছেন। তাঁরা গ্রাহকদের বলেছিলেন, নগদে টাকা রাখলে লাভ বেশি। এ জন্য সরকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ডিজিটাল সেবা দেওয়ার জন্য পোস্ট অফিসের পাশাপাশি আর একটি সংস্থা চালু করেছেন, নাম নগদ।
ভুক্তভোগী আলেয়া খাতুন, বুলু খাতুন, খালেক ফকির প্রমুখ অভিযোগ করে বলেন, তাঁদের একেকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়া হয়েছে। ১ লাখে প্রতি মাসে ১ হাজার টাকা করে লাভ দেওয়ার কথা বলে টাকা জমা নেওয়া হয়। পোস্টম্যান বকুলের কথা শুনে তাঁরা টাকা দেন। তিনি টাকা নেওয়ার টোকেনও দিয়েছেন। টোকেনে লেখা আছে, পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ রেজি. নম্বর-সি-৫৩৬৭৭ (৩৪২) ২০০৪। পরে ভুক্তভোগী বুঝতে পারেন যে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এ বিষয়ে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে পাবনার ডেপুটি পোস্ট মাস্টার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল্লাহ আল মাহমুদকে বদলি করেন।
সাগরকান্দিতে আসা নতুন পোস্ট মাস্টার রফিকুল ইসলাম বলেন, পোস্টম্যান নূর হোসেন বকুল কোথায় আছে জানেন না। টাকা নেওয়ার বই বিষয়ে তিনি জানান, এসব বই ডাক বিভাগের না। গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এ ঘটনায় বকুলের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, চেয়ারম্যান শাহীন চৌধুরীর সঙ্গে তাঁদের কথা হয়েছে। গ্রাহকদের সব টাকা তাঁরা পরিশোধ করে দেবেন।
আর পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী বলেন, তিনি বিষয়টি কয়েকজন ভুক্তভোগীর মাধ্যমে জেনেছেন। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
পাবনার ডেপুটি পোস্ট মাস্টার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাদের একজন পোস্টম্যান লাখে ১ হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ এর মতো করে বই তৈরি করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। পোস্ট অফিসের সঙ্গে কুরিয়ারের এ ধরনের কোনো সম্পর্ক নেই। বইতে নগদের লোগো দিয়েছে। মূলত মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’
আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনো ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে