Ajker Patrika

মাদক ও ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার ৫

বন্দর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৩
মাদক ও ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার ৫

বন্দর এলাকা থেকে ৫৫ গ্রাম হেরোইন ও নগদ ৩ লাখ ৭৭ হাজার ১৩৫ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। একই সঙ্গে ৬টি মোবাইল উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার চাঁদমারী বস্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সীমা বেগম, তাঁর স্বামী মিন্টু মিয়া, শিপন, নুর জাহান বেগম ও সাথী বেগম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘আমরা ২০ সেপ্টেম্বর সকালে বন্দরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সীমা বেগম এবং তাঁর স্বামী মিন্টু মিয়া, শিপন এবং নূর জাহান বেগমকে গ্রেপ্তার করি। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন এবং ৩ লাখ ৭৭ হাজার ১৩৫ টাকা উদ্ধার করা হয়। এর পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার আরেকটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সাথি বেগমকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।’

এই ঘটনায় রাতেই বন্দর থানায় ডিবি পুলিশের উপপরিদর্শক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়। পলাতক রয়েছেন আরও ৪ আসামি। তাঁদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত