নিজস্ব প্রতিবেদক

ঢাকা: তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় হয়। পোশাকের পাশাপাশি প্লাস্টিকসহ আরও পাঁচটি খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্লাস্টিক খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের রপ্তানি নীতিতেও এর উল্লেখ রয়েছে। শুধু বেঙ্গল প্লাস্টিক প্রাইম এক্সপোর্টার হিসেবে রপ্তানি শিগগিরই বিলিয়ন ডলার অতিক্রম করবে বলেও আশা করা হচ্ছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শনিবার ‘১৫ তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার’–এর উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। আগামী ৫ থেকে ৮ জুলাই এই অনলাইন মেলা চলবে।
২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে মেলা হয়নি। এবার অনলাইন মেলায় ১৯টি দেশের ৪৮৩টি কোম্পানি অংশ নিতে নিবন্ধন করেছে। এক লাখ দর্শনার্থী চার দিনের এই মেলায় অংশ নেবেন বলে আশা করছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন।
জসিম উদ্দিন জানান, মেলায় চারটি সাইডলাইন মিটিং হবে। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং ইয়র্কস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
প্লাস্টিককে বাংলাদেশের উদীয়মান উৎপাদন খাত উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই খাত আমাদের রপ্তানি আয় বাড়াতে পারে। আমরা রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাই। শুধু পোশাক খাত থেকে ৮৪ শতাংশ রপ্তানি আয় আসে। এটা দেশের জন্য খুব ভালো বিষয় না। রপ্তানিতে বৈচিত্র্য আনতে আমরা কাজ করছি। প্লাস্টিক শিল্প এ খাতে একটি অন্যতম। চামড়া, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, লাইট মেশিনারিজ খাতকেও আমরা প্রধান্য দিচ্ছি।
প্লাস্টিক খাতকে বাংলাদেশে অগ্রাধিকার খাতে রাখা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি নীতিতেও এর উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে এ খাতে অতিরিক্ত ৯০ হাজার চাকরির বাজার সৃষ্টি হবে।
এ সময় বেঙ্গল প্লাস্টিক প্রাইম এক্সপোর্টার হিসেবে খুব অল্প সময়ে বিলিয়ন ডলার অতিক্রম করবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান। বলেন, প্লাস্টিক পণ্য এখন নিত্যদিনের অংশ হয়ে উঠেছে। প্লাস্টিক শিল্পের জন্য এই মেলা দরকার। কোভিড-১৯ মহামারির মধ্যে এ ধরনের অনলাইন মেলায় আয়োজন করায় বাংলাদেশের জিডিপি বাড়াতে সহায়তা করবে।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ঢাকা: তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় হয়। পোশাকের পাশাপাশি প্লাস্টিকসহ আরও পাঁচটি খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্লাস্টিক খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের রপ্তানি নীতিতেও এর উল্লেখ রয়েছে। শুধু বেঙ্গল প্লাস্টিক প্রাইম এক্সপোর্টার হিসেবে রপ্তানি শিগগিরই বিলিয়ন ডলার অতিক্রম করবে বলেও আশা করা হচ্ছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শনিবার ‘১৫ তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার’–এর উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। আগামী ৫ থেকে ৮ জুলাই এই অনলাইন মেলা চলবে।
২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে মেলা হয়নি। এবার অনলাইন মেলায় ১৯টি দেশের ৪৮৩টি কোম্পানি অংশ নিতে নিবন্ধন করেছে। এক লাখ দর্শনার্থী চার দিনের এই মেলায় অংশ নেবেন বলে আশা করছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন।
জসিম উদ্দিন জানান, মেলায় চারটি সাইডলাইন মিটিং হবে। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং ইয়র্কস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
প্লাস্টিককে বাংলাদেশের উদীয়মান উৎপাদন খাত উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই খাত আমাদের রপ্তানি আয় বাড়াতে পারে। আমরা রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাই। শুধু পোশাক খাত থেকে ৮৪ শতাংশ রপ্তানি আয় আসে। এটা দেশের জন্য খুব ভালো বিষয় না। রপ্তানিতে বৈচিত্র্য আনতে আমরা কাজ করছি। প্লাস্টিক শিল্প এ খাতে একটি অন্যতম। চামড়া, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, লাইট মেশিনারিজ খাতকেও আমরা প্রধান্য দিচ্ছি।
প্লাস্টিক খাতকে বাংলাদেশে অগ্রাধিকার খাতে রাখা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি নীতিতেও এর উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে এ খাতে অতিরিক্ত ৯০ হাজার চাকরির বাজার সৃষ্টি হবে।
এ সময় বেঙ্গল প্লাস্টিক প্রাইম এক্সপোর্টার হিসেবে খুব অল্প সময়ে বিলিয়ন ডলার অতিক্রম করবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান। বলেন, প্লাস্টিক পণ্য এখন নিত্যদিনের অংশ হয়ে উঠেছে। প্লাস্টিক শিল্পের জন্য এই মেলা দরকার। কোভিড-১৯ মহামারির মধ্যে এ ধরনের অনলাইন মেলায় আয়োজন করায় বাংলাদেশের জিডিপি বাড়াতে সহায়তা করবে।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
৩ ঘণ্টা আগে
নতুন বছর শুরু হতেই ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে দেশের পুঁজিবাজার। ২০২৬ সালের প্রথম কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মুগদাপাড়ার গৃহিণী মাহবুবা আলম সাথীর বাসায় তিতাসের গ্যাস লাইন আছে। কিন্তু প্রায়ই রান্নার সময় গ্যাস না থাকায় তাঁকে প্রতি মাসেই ১২ কেজি এলপি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়। তবে বিইআরসির নির্ধারণ করা দামে কখনোই কিনতে পারেন না।
৪ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই ক্রেতা-ভোক্তাদের জন্য সুখবর আসছে চালের বাজার থেকে। নতুন মৌসুমের আমন ধানের সরবরাহে পাইজাম, গুটি, স্বর্ণা, ব্রি-২৮, শম্পা কাটারিসহ প্রায় সব ধরনের চালের দাম কমেছে। সবজির বাজারে স্বস্তি বাড়িয়েছে হরেক রকম শাক।
৫ ঘণ্টা আগে