আজকের পত্রিকা ডেস্ক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ৬টি কোম্পানির বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিএসইসি। তবে প্রতিবেদনে কী রয়েছে এবং অনিয়মের পেছনে কারা রয়েছেন, সেসব বিষয়ে কিছু প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থা।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। এতে সই করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসি জানায়, বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ ইতোমধ্যে ৬টি তদন্ত প্রতিবেদন কমিশনের নিকট জমা দিয়েছে। প্রতিবেদনগুলোর বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে।
তদন্ত প্রতিবেদন জমা হওয়া কোম্পানিগুলো হলো বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ লিমিটেড এবং কোয়েস্ট বিডিসি লিমিটেড, যা আগে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড নামে পরিচিত ছিল।
বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অতীতে এসব কোম্পানিগুলোতে যেসব অনিয়ম সংঘটিত হয়েছে, সেগুলোতে বিএসইসির আগের কমিশনের চেয়ারম্যানসহ ২ কমিশনার ও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। তদন্ত প্রতিবেদনে সেগুলো উঠে আসতে পারে। যার কারণে বিএসইসি তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না। কেবল যেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সেগুলোর নাম প্রকাশ করা হচ্ছে।
তবে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ৬টি কোম্পানির বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিএসইসি। তবে প্রতিবেদনে কী রয়েছে এবং অনিয়মের পেছনে কারা রয়েছেন, সেসব বিষয়ে কিছু প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থা।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। এতে সই করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসি জানায়, বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ ইতোমধ্যে ৬টি তদন্ত প্রতিবেদন কমিশনের নিকট জমা দিয়েছে। প্রতিবেদনগুলোর বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে।
তদন্ত প্রতিবেদন জমা হওয়া কোম্পানিগুলো হলো বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ লিমিটেড এবং কোয়েস্ট বিডিসি লিমিটেড, যা আগে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড নামে পরিচিত ছিল।
বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অতীতে এসব কোম্পানিগুলোতে যেসব অনিয়ম সংঘটিত হয়েছে, সেগুলোতে বিএসইসির আগের কমিশনের চেয়ারম্যানসহ ২ কমিশনার ও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। তদন্ত প্রতিবেদনে সেগুলো উঠে আসতে পারে। যার কারণে বিএসইসি তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না। কেবল যেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সেগুলোর নাম প্রকাশ করা হচ্ছে।
তবে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৭ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৭ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
১১ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
১১ ঘণ্টা আগে