নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান লকডাউনের মধ্যেও সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের পাশাপাশি প্রায় দুই মাস পর লেনদেন হয়েছে দুই হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গত ১০ জুন ডিএসইতে ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে সোমবার তিনটি রেকর্ড হয়েছে। বাজার মূলধন ও প্রধান দুটি সূচক রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে সর্বশেষ গত ১৯ জুলাইও এক দিনে তিন রেকর্ড হয়েছিল। ওই সময় বাজার মূলধন ও প্রধান দুটি সূচকে এ রেকর্ড হয়েছিল।
লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে এ রেকর্ড হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইতে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর সোমবার সূচক দুটি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।
এ ছাড়া সোমবার ডিএসইর বাজার মূলধন এক দিনে ৩ হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩১ কোটি টাকায়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মূলধন।
ডিএসইর তথ্যানুযায়ী, ২০১৭ সালের নভেম্বরে প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ ৬ হাজার ৩৩৭ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। পরবর্তীতে তা কমতে কমতে ২০২০ সালের মার্চে সর্বনিম্ন ৩ হাজার ৬০০ পয়েন্টে নেমে গিয়েছিল।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮ টির এবং ২৫ টির দাম অপরিবর্তিত ছিল।
এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ফু-ওয়াং সিরামিক, এস এস স্টিল, সিলকো ফার্মাসিউটিক্যাল, আলিফ ম্যানুফ্যাকচারিং, পিপলস ইনস্যুরেন্স এবং ফার কেমিক্যাল।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২৩ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি চার লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১ টির দাম বেড়েছে, কমেছে ৬৯ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল।

চলমান লকডাউনের মধ্যেও সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের পাশাপাশি প্রায় দুই মাস পর লেনদেন হয়েছে দুই হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গত ১০ জুন ডিএসইতে ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে সোমবার তিনটি রেকর্ড হয়েছে। বাজার মূলধন ও প্রধান দুটি সূচক রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে সর্বশেষ গত ১৯ জুলাইও এক দিনে তিন রেকর্ড হয়েছিল। ওই সময় বাজার মূলধন ও প্রধান দুটি সূচকে এ রেকর্ড হয়েছিল।
লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে এ রেকর্ড হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইতে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর সোমবার সূচক দুটি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।
এ ছাড়া সোমবার ডিএসইর বাজার মূলধন এক দিনে ৩ হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩১ কোটি টাকায়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মূলধন।
ডিএসইর তথ্যানুযায়ী, ২০১৭ সালের নভেম্বরে প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ ৬ হাজার ৩৩৭ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। পরবর্তীতে তা কমতে কমতে ২০২০ সালের মার্চে সর্বনিম্ন ৩ হাজার ৬০০ পয়েন্টে নেমে গিয়েছিল।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮ টির এবং ২৫ টির দাম অপরিবর্তিত ছিল।
এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ফু-ওয়াং সিরামিক, এস এস স্টিল, সিলকো ফার্মাসিউটিক্যাল, আলিফ ম্যানুফ্যাকচারিং, পিপলস ইনস্যুরেন্স এবং ফার কেমিক্যাল।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২৩ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি চার লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১ টির দাম বেড়েছে, কমেছে ৬৯ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল।

ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৬ সালের জন্য নিজেদের নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ। জেসিআই একটি বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ, কমিউনিটি সেবা এবং টেকসই সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ করে দেয়।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে মোট ৩৩ হাজার ৩৩৭ কোটি টাকা পাওনা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের। এর মধ্যে বিপিসির পাওনা ১১ হাজার ৬৪৭ কোটি ৪ লাখ টাকা এবং পেট্রোবাংলার পাওনা ২১ হাজার ৬৯০ কোটি ৩৩ লাখ টাকা।
৪ ঘণ্টা আগে
সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একই সময়ে অপারেশনাল মুনাফা হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা।
৫ ঘণ্টা আগে
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও সৌদি আরব; যা বিনোদন, ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের মধ্যে ভারসাম্যপূর্ণ চাহিদার ইঙ্গিত দেয়। নেপাল, ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে থেকে শীর্ষ দশের তালিকা সম্পূর্ণ করেছে।
৫ ঘণ্টা আগে