Ajker Patrika

ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদ্‌যাপন, সফরে গ্রুপ সিইও বিল উইন্টার্স

বিজ্ঞপ্তি
ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদ্‌যাপন, সফরে গ্রুপ সিইও বিল উইন্টার্স
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কার্যক্রমের ১২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে আন্তর্জাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। এ উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টার্স।

বিল উইন্টার্সের এ সফর স্ট্যান্ডার্ড চার্টার্ডের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা আরও জোরালোভাবে তুলে ধরেছে।

সফরকালে বিল উইন্টার্স দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

বিল উইন্টার্স বলেন, ‘বাংলাদেশের আর্থিক খাতের সম্ভাবনা বিশাল। আমাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে এ দেশের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘১২০ বছর ধরে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিল উইন্টার্সের সফর আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতে আমরা ডিজিটাল সক্ষমতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।’

১৯০৫ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের ব্যাংকিং খাতের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছে। ব্যাংকটি দেশের প্রথম আন্তর্জাতিক ঋণপত্র চালু করে, প্রথম কমোডিটি ডেরিভেটিভ, ইন্টারেস্ট রেট ডেরিভেটিভ ও মেটাল ডেরিভেটিভ চালু করে, ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন উদ্ভাবন নিয়ে আসে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অবকাঠামো ও বাণিজ্য উন্নয়নে বড় ভূমিকা পালন করেছে।

ব্যাংকটি শক্তি, টেলিযোগাযোগ, ওষুধ, বিমান ও তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সহায়তা দিয়েছে, দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ ও প্রথম আন্তর্জাতিক অধিগ্রহণে ভূমিকা রেখেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিবেশ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছে।

বিশেষত, তরুণদের ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরিতে ব্যাংকটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হয়ে কাজ চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত