
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে উড়োজাহাজের বহর বড় করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস। এর জন্য চলতি বছর ডিসেম্বরের মধ্যে আরও ৩টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে। বর্তমানে এয়ারলাইনসটির বহরে রয়েছে ১৬টি উড়োজাহাজ।
আজ সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘এর মধ্যে দুটি উড়োজাহাজ নভেম্বরে ও একটি ডিসেম্বর মাসে দেশে আসবে।’
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ এবং ৭টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজসহ মোট ১৬টি উড়োজাহাজ রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। কামরুল ইসলাম আরও বলেন, ‘প্রতি নিয়ত যাত্রী চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে। উড়োজাহাজ তিনটি যোগ হলে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।’
ইউএস-বাংলা দেশের অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাসকাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে, কলম্বো, দিল্লি, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনসটি।

অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
১১ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
১১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
১৪ ঘণ্টা আগে
নিপ্পন পেইন্ট বাংলাদেশকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য হলো নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটর কালেকশন ব্যবস্থায় রিসিভেবল ম্যানেজমেন্ট শক্তিশালী, কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
১৪ ঘণ্টা আগে