Ajker Patrika

কমিউনিটি ব্যাংক ও ওজোপাডিকো খুলনার মধ্যে চুক্তি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৫: ২০
কমিউনিটি ব্যাংক ও ওজোপাডিকো খুলনার মধ্যে চুক্তি

সম্প্রতি খুলনা ক্লাব মিলনায়তনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ওজোপাডিকো, খুলনার সহিত (প্রি-পেইড ও পোস্ট-পেইড) বিদ্মুৎ বিল গ্রহণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এর ফলে এখন থেকে ওজোপাডিকো, খুলনার আওতাধীন ২১ জেলার (প্রি পেইড ও পোস্ট পেইড) বিদ্যুৎ বিল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ওজোপাডিকো, খুলনার সহিত বিদ্যুৎ বিল গ্রহণ সম্পর্কিত চুক্তি স্থাক্ষরকালে কেএমপি'র কমিশনার জনাব মোঃ মাসুদ্রর রহমান ভূঞা ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেটর এন্ড চীপ বিজনেস অফিসার জনাব এস. এম. মাইনুল কবীর এবং ওজোপাডিকো, খুলনার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম এ সংক্রান্তে মতবিনিময় করেন। 

উক্ত চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রোইম) জনাব মোঃ সাজিদ হোসেন; খুলনা রেগ্রের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল; অতিরিক্ত ডিআইজি (কমান্তযান্ট), আরআরএফ জনাব নওরোজ হাসান তালুকদার) খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহত্রুব হাসান, বিপিএম; ডেপুটি পুলিশ
কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ইভাসটিয়াল পুলিশ-৬, খুলনার পলিশ সুপার জনাব কানাই লাল সরকার; ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ) জনাব রতন কুমার দেবনাথ, এফসিএমএ? কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসএভিপি এন্ড হেড অফ জিএসডি জনাব এসএম শাহীন ইকবাল; এযাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড বিজনেস ইন্টেলিজেন্স অফিসার জনাব অনীল কুমার ঘোষ এবং খুলনা শাখার ত্র ম্যানেজার জনাব মোঃ রোকনুজ্জামান-সহ খুলনাস্থ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ; কমিউনিটি ব্যাংক লিমিটেড, খুলনা ও ওজোপাডিকো, খুলনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত