
মেটলাইফ থেকে বিমা নেওয়া প্রতিষ্ঠানের কর্মীদের জন্য হাসপাতালে চিকিৎসার জন্য ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু হয়েছে। ফলে বিমা করা কর্মীরা হাসপাতালের কাউন্টারে কোনো নগদ অর্থ না দিয়ে আউটপেশেন্ট সেবা গ্রহণ করতে পারবেন। এতে চিকিৎসক দেখানো, মেডিকেল টেস্ট বা অন্য যেকোনো ধরনের চিকিৎসা আউটপেশেন্ট সেবার অন্তর্ভুক্ত।
মেটলাইফ থেকে বিমা নেওয়া ৯০০টি প্রতিষ্ঠানের তিন লাখের বেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নতুন এই সুবিধা পাবেন। একই সঙ্গে তাঁদের জন্য বিদ্যমান ক্যাশলেস হাসপাতাল ভর্তি সুবিধাও অব্যাহত থাকবে।
ক্যাশলেস আউটপেশেন্ট সেবার সুবিধা অনেক। এর ফলে কর্মীদের আর হাসপাতালের কাউন্টারে তৎক্ষণাৎ নগদ অর্থ দিতে হবে না। এই আর্থিক বোঝা দূর হলে কর্মীরা তাঁদের স্বাস্থ্য এবং সুস্থতার ওপর মনোযোগ দিতে পারবেন। সেবাটি চিকিৎসা প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে, যাতে কর্মীরা তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত এবং কার্যকরীভাবে নিতে পারেন।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই, আমাদের গ্রাহকেরা যাতে হাসপাতালে ভর্তির সময় খরচের দিকে নয়, বরং তাঁদের সুস্থতার দিকে বেশি মনোযোগ দিতে পারেন। আমাদের এই সামগ্রিক প্রাতিষ্ঠানিক বিমাসেবা বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের প্রতি গুরুত্ব আরও দৃঢ়ভাবে প্রকাশ করতে সাহায্য করবে।’
ক্যাশলেস সুবিধাটি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সীমার ওপর নির্ভরশীল। প্রাথমিকভাবে, ক্যাশলেস আউটপেশেন্ট সেবাটি ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে পাওয়া যাবে। একই সঙ্গে অন্যান্য হাসপাতালেও এই সেবা সামনের দিনগুলোতে চালু করা হবে।

মেটলাইফ থেকে বিমা নেওয়া প্রতিষ্ঠানের কর্মীদের জন্য হাসপাতালে চিকিৎসার জন্য ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু হয়েছে। ফলে বিমা করা কর্মীরা হাসপাতালের কাউন্টারে কোনো নগদ অর্থ না দিয়ে আউটপেশেন্ট সেবা গ্রহণ করতে পারবেন। এতে চিকিৎসক দেখানো, মেডিকেল টেস্ট বা অন্য যেকোনো ধরনের চিকিৎসা আউটপেশেন্ট সেবার অন্তর্ভুক্ত।
মেটলাইফ থেকে বিমা নেওয়া ৯০০টি প্রতিষ্ঠানের তিন লাখের বেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নতুন এই সুবিধা পাবেন। একই সঙ্গে তাঁদের জন্য বিদ্যমান ক্যাশলেস হাসপাতাল ভর্তি সুবিধাও অব্যাহত থাকবে।
ক্যাশলেস আউটপেশেন্ট সেবার সুবিধা অনেক। এর ফলে কর্মীদের আর হাসপাতালের কাউন্টারে তৎক্ষণাৎ নগদ অর্থ দিতে হবে না। এই আর্থিক বোঝা দূর হলে কর্মীরা তাঁদের স্বাস্থ্য এবং সুস্থতার ওপর মনোযোগ দিতে পারবেন। সেবাটি চিকিৎসা প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে, যাতে কর্মীরা তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত এবং কার্যকরীভাবে নিতে পারেন।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই, আমাদের গ্রাহকেরা যাতে হাসপাতালে ভর্তির সময় খরচের দিকে নয়, বরং তাঁদের সুস্থতার দিকে বেশি মনোযোগ দিতে পারেন। আমাদের এই সামগ্রিক প্রাতিষ্ঠানিক বিমাসেবা বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের প্রতি গুরুত্ব আরও দৃঢ়ভাবে প্রকাশ করতে সাহায্য করবে।’
ক্যাশলেস সুবিধাটি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সীমার ওপর নির্ভরশীল। প্রাথমিকভাবে, ক্যাশলেস আউটপেশেন্ট সেবাটি ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে পাওয়া যাবে। একই সঙ্গে অন্যান্য হাসপাতালেও এই সেবা সামনের দিনগুলোতে চালু করা হবে।

বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
১ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৫ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
১৫ ঘণ্টা আগে