
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চুক্তি সই করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটারের ভেন্ডিং সিস্টেম (রিচার্জ) সহজ করতে সম্প্রতি এই ত্রিপক্ষীয় চুক্তি সই হয়।
উপায়ের চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান, ইউসিবির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম ও জেজিটিডিএসএলের কোম্পানি সচিব মো. শহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে দ্রুতই এই সেবাটি চালু করা হবে।
এই চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের গ্রাহকেরা পিওএস এবং জিপিআরএস পদ্ধতিতে জেজিটিডিএসএল কাস্টমার অ্যাপ, উপায় কাস্টমার অ্যাপ ও উপায় এজেন্ট অ্যাপ-উভয়ের মাধ্যমেই প্রি-পেইড গ্যাস মিটারে রিচার্জ করতে পারবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপায়ের পরিচালন পর্ষদের সদস্য এ টি এম তাহমিদুজ্জামান এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেজিটিডিএসএলের মহাব্যবস্থাপকেরা প্রকল্প পরিচালক প্রকৌশলী লিটন নন্দী, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রকল্প দপ্তরের কর্মকর্তারা, সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা দিচ্ছে ইউএসএসডি ও মোবাইল অ্যাপের মাধ্যমে। উপায়ের মাধ্যমে গ্রাহকেরা সব ধরনের আর্থিক লেনদেন ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণসহ বিভিন্ন সেবা নিতে পারছেন।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চুক্তি সই করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটারের ভেন্ডিং সিস্টেম (রিচার্জ) সহজ করতে সম্প্রতি এই ত্রিপক্ষীয় চুক্তি সই হয়।
উপায়ের চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান, ইউসিবির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম ও জেজিটিডিএসএলের কোম্পানি সচিব মো. শহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে দ্রুতই এই সেবাটি চালু করা হবে।
এই চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের গ্রাহকেরা পিওএস এবং জিপিআরএস পদ্ধতিতে জেজিটিডিএসএল কাস্টমার অ্যাপ, উপায় কাস্টমার অ্যাপ ও উপায় এজেন্ট অ্যাপ-উভয়ের মাধ্যমেই প্রি-পেইড গ্যাস মিটারে রিচার্জ করতে পারবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপায়ের পরিচালন পর্ষদের সদস্য এ টি এম তাহমিদুজ্জামান এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেজিটিডিএসএলের মহাব্যবস্থাপকেরা প্রকল্প পরিচালক প্রকৌশলী লিটন নন্দী, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রকল্প দপ্তরের কর্মকর্তারা, সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা দিচ্ছে ইউএসএসডি ও মোবাইল অ্যাপের মাধ্যমে। উপায়ের মাধ্যমে গ্রাহকেরা সব ধরনের আর্থিক লেনদেন ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণসহ বিভিন্ন সেবা নিতে পারছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
২ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৩ ঘণ্টা আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৮ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৬ ঘণ্টা আগে