Ajker Patrika

বাটা গিফট কার্ডের উদ্বোধন

বাটা গিফট কার্ডের উদ্বোধন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বুধবার (২ অক্টোবর) আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বাটার ফ্ল্যাগশিপ স্টোর-যমুনা ফিউচার পার্কে বাটা গিফট কার্ডের উদ্বোধন করেছে। 

বাটা বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর, ইলিয়াস আহমেদ ও বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিদ্যা সিনহা মিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর, আরফানুল হক, হেড অব মার্কেটিং, নুসরাত হাসান, কোম্পানি সচিব, রিয়াজুর ফয়সালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

বাটা গিফট কার্ডগুলো, ক্রেতারা নির্দিষ্ট বাটার স্টোরগুলোতে বাটার পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবেন। ক্রেতারা নির্দিষ্ট বাটা স্টোর থেকে এ সকল কার্ড কিনতে পারবেন, যা তাঁরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের উপহার দিতে পারবেন। কোম্পানি বা যেকোনো ব্যক্তি যারা তাঁদের ক্রেতাদের বা কর্মীদের উপহার দিতে চান, তাঁরা বাটা গিফট কার্ড কিনে উপহার দিতে পারবেন। 

শুরুতে এই প্রোগ্রামটি ২০টি নির্দিষ্ট বাটা স্টোরে চালু হচ্ছে এবং এর সংখ্যা খুব দ্রুত বাড়ানো হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাটার স্টোর রয়েছে, যেখান থেকে ক্রেতারা সহজেই বাটা গিফট কার্ড কিনে প্রিয়জনদের উপহার দিতে পারবে। 

বাটা গিফট কার্ডগুলো তিনটি মূল্যমানে ১০০০ টাকা, ২০০০ টাকা এবং ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা ২০টি নির্দিষ্ট বাটা স্টোর থেকে এই গিফট কার্ড কিনতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত