
ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ‘উইমেন ইন ব্যাংকিং’ ক্যাটাগরিতে ২০২৩ সালের উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড জিতেছেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি গত ২৬ আগস্ট ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নুরুন নাহারসহ ১২ জন নারীর হাতে পুরস্কারগুলো তুলে দেন। এ সময় অনুষ্ঠানে ২০২৩ সালের জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি জিয়াউল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড সেসব নারীর অবদানকে উদ্যাপন ও সম্মানার্থে দেওয়া হয়, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
২০২৩ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘ডিজিট অল: লিঙ্গ-সমতায় উদ্ভাবন ও প্রযুক্তি’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছরের জেসিআই পুরস্কারটি দেওয়া হয়। দেশের ডিজিটাল অঙ্গন এবং জাতীয় উন্নয়নে নারীরা যে অবদান রেখে চলেছেন, পুরস্কারটি মূলত সেটিই মানুষের সামনে তুলে ধরেছে।
জেসিআই বাংলাদেশের ব্যাংকিং খাতের একমাত্র নারী সিটিওকে ব্যাংকিং খাতে, বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নুরুন নাহার বেগমকে সম্মানিত করেছে। ব্র্যাক ব্যাংকে একটি শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে তিনি দুই দশক ধরে অবদান রেখে চলেছেন।
প্রযুক্তিগত ভূমিকার পাশাপাশি নাহার ব্র্যাক ব্যাংকের অভ্যন্তরীণ নারী-কর্মী ফোরাম ‘তারা’-এরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘তারা ফোরাম’ এমন একটি প্ল্যাটফর্ম, যা ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের অন্যতম নারীবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ‘উইমেন ইন ব্যাংকিং’ ক্যাটাগরিতে ২০২৩ সালের উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড জিতেছেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি গত ২৬ আগস্ট ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নুরুন নাহারসহ ১২ জন নারীর হাতে পুরস্কারগুলো তুলে দেন। এ সময় অনুষ্ঠানে ২০২৩ সালের জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি জিয়াউল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড সেসব নারীর অবদানকে উদ্যাপন ও সম্মানার্থে দেওয়া হয়, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
২০২৩ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘ডিজিট অল: লিঙ্গ-সমতায় উদ্ভাবন ও প্রযুক্তি’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছরের জেসিআই পুরস্কারটি দেওয়া হয়। দেশের ডিজিটাল অঙ্গন এবং জাতীয় উন্নয়নে নারীরা যে অবদান রেখে চলেছেন, পুরস্কারটি মূলত সেটিই মানুষের সামনে তুলে ধরেছে।
জেসিআই বাংলাদেশের ব্যাংকিং খাতের একমাত্র নারী সিটিওকে ব্যাংকিং খাতে, বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নুরুন নাহার বেগমকে সম্মানিত করেছে। ব্র্যাক ব্যাংকে একটি শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে তিনি দুই দশক ধরে অবদান রেখে চলেছেন।
প্রযুক্তিগত ভূমিকার পাশাপাশি নাহার ব্র্যাক ব্যাংকের অভ্যন্তরীণ নারী-কর্মী ফোরাম ‘তারা’-এরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘তারা ফোরাম’ এমন একটি প্ল্যাটফর্ম, যা ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের অন্যতম নারীবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ডিসেম্বরে প্রত্যাশার চেয়েও অনেক ধীরগতিতে অগ্রসর হয়েছে। আমদানি শুল্ক নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগের ব্যাপক প্রসারের ফলে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলো অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার তেলশিল্পে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মার্কিন তেল কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছ থেকে এ বিষয়ে খুব একটা ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে উৎপাদন প্রক্রিয়ার শর্ত অনেক শিথিল করা হয়েছে। আগে নিয়ম ছিল, পোশাক তৈরির অন্তত দুটি বড় ধাপ বা প্রক্রিয়া অবশ্যই শ্রীলঙ্কার ভেতরে সম্পন্ন হতে হবে। এখন সেই বাধ্যবাধকতা আর থাকছে না।
১ দিন আগে
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর ভারতের জ্বালানি তেলের ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে আনতে বড় ধরনের কৌশলগত চাল দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এখন সেই তেল ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
১ দিন আগে