
দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।

দামে দিশেহারা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে এই সুপারশপ। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর বেশ কিছু পণ্য খোলাবাজারের চেয়ে কম দামে গ্রাহকেরা কিনতে পারবেন।
ছাড় দেওয়ার পর পণ্যের দাম
প্রতিটি ডিম ১০ টাকা (ভ্যাট নেই), ১ কেজি আলু ৩৬ টাকা (ভ্যাট নেই), স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০টি (মিডিয়াম সাইজ) ৬৭৯ টাকা ৫০ পয়সা, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪টি (এক্সেল সাইজ) ৮৭০ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (১ কেজি) ৭৮৭ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৬১ টাকা, গরুর মাংস (১ কেজি) ৭৩০ টাকা (ভ্যাট নেই), এসিআই/পুষ্টি আটা (২ কেজি) ১০৮ টাকা, এসিআই/পুষ্টি ময়দা (২ কেজি) ১২৯ টাকা, নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম-২০০ মিলি ৭১৩ টাকা, ফ্রেশ লবণ (১ কেজি) ৩৬ টাকা ৮০ পয়সা, মিনিকেট চাল প্রিমিয়াম-লুজ ৬৫ টাকা (ভ্যাট নেই), ছোট দানার মসুর ডাল (১ কেজি) ভ্যাট ছাড়া ১২০ টাকা।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) নেভিয়া ইনটেনসিভ বডি মিল্ক (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলাবাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স হাইড্রেশন বডি লোশন (৪০০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২ টাকা ৫০ পয়সা (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সে জন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম এক ডজন, আলু সর্বোচ্চ তিন কেজি করে কিনতে পারবেন।

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
৩ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
৩ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
৪ ঘণ্টা আগে