
বৈশ্বিক পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে গত ২১ অক্টোবর বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২০২৪ সালের ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম।
রয়্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে এই লঞ্চিং ইভেন্ট উদ্যাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন এবং শোরুম ঘুরে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের মতামত প্রকাশ করে ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছেন।
গত ২২ অক্টোবর বাংলাদেশে উদ্বোধনের এক দিন পর থেকে রয়্যাল এনফিল্ড আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়ে অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রি-বুকিং সম্পন্ন করেছেন।
১২ জানুয়ারি ইফাদ মোটরস লিমিটেড ঢাকার তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেল সরবরাহ শুরু করে। এ ছাড়া চলতি মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এসব শোরুম থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।
নতুন বছরের শুরুতে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির খবরটি ক্রেতাদের জন্য আনন্দ ও উচ্ছ্বাসের। বহু প্রতীক্ষার পর তাঁদের স্বপ্নের আইকনিক মোটরসাইকেলটি পেয়ে তাঁরা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

বৈশ্বিক পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে গত ২১ অক্টোবর বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২০২৪ সালের ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম।
রয়্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে এই লঞ্চিং ইভেন্ট উদ্যাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন এবং শোরুম ঘুরে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের মতামত প্রকাশ করে ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছেন।
গত ২২ অক্টোবর বাংলাদেশে উদ্বোধনের এক দিন পর থেকে রয়্যাল এনফিল্ড আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়ে অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রি-বুকিং সম্পন্ন করেছেন।
১২ জানুয়ারি ইফাদ মোটরস লিমিটেড ঢাকার তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেল সরবরাহ শুরু করে। এ ছাড়া চলতি মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এসব শোরুম থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।
নতুন বছরের শুরুতে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির খবরটি ক্রেতাদের জন্য আনন্দ ও উচ্ছ্বাসের। বহু প্রতীক্ষার পর তাঁদের স্বপ্নের আইকনিক মোটরসাইকেলটি পেয়ে তাঁরা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১৩ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১৩ ঘণ্টা আগে