বিজ্ঞপ্তি
অনেক বছর ধরে এই দিনের জন্যই তো অপেক্ষা করে ছিলেন আবুল হোসাইন। খুব আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। অবশেষে সেই দিনটি এল। তাই তিনি চাচ্ছিলেন, বাড়িটা রং করাবেন। কিন্তু রং করানো তো আর সহজ কথা নয়। ব্যাপক প্রস্তুতির ব্যাপার, অন্তত কয়েকবার তো কোটিং করাতেই হবে। আর হাতে বেশি সময়ও নেই, খরচাপাতিও অনেক। এই অল্প সময়ে কীভাবে এত কিছু সামলাবেন ভেবে তিনি একটু শঙ্কিতই ছিলেন—
এই গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু আবুল হোসাইনের মতো বাংলাদেশের প্রতিটি ঘরেই এমন বাবা আছেন, যাঁরাও এমনটাই ভাবেন। কারণ, রং করানোর জন্য কয়েক ধাপে কোটিং, তারপর শুকানো—সব মিলিয়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এতে যে খরচ পড়ে, তাতে এই দিকগুলোর কথা তো মাথায় রাখতেই হয়।
তাই তাদের কথা চিন্তা করেই বার্জার পেইন্টস নিয়ে এসেছে ওয়ান কোট ইমালশন। এটি একই সঙ্গে যেমন কাজের গুণগত মান অটুট রাখে, তেমনি সময় বাঁচায়, এমনকি ব্যয়ের দিক বিবেচনা করলেও সাশ্রয়ী। নিখুঁত ও মসৃণ ফিনিশের জন্য গতানুগতিক পেইন্টসের মতো একাধিক কোটেরও প্রয়োজন নেই। ওয়ান কোট ইমালশন শুধু একবার ব্যবহারই যথেষ্ট। একটি কোটেই পুরো দেয়াল কভার করা যায় বলে একাধিক লেয়ারেরও প্রয়োজন হয় না। ফলে অপেক্ষাকৃত কম সময় ও অল্প খরচে পরিপাটি ও সুন্দরভাবে রং করাতে ওয়ান কোট ইমালশন জুড়িহীন।
এ ছাড়া ওয়ান কোট ইমালশনে পুরো এরিয়া কভার করতে যেহেতু একটি কোটই যথেষ্ট এবং কভারেজও দেয় ১৫ শতাংশ বেশি। তাই সময়, পরিমাণ ও খরচ—সবদিকেই এটি সাশ্রয়ী, একই সঙ্গে পরিবেশবান্ধবও।
নতুন এই পণ্যের বাজারজাত নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে বলেন, ‘বার্জার সব সময় উদ্ভাবনে বিশ্বাসী এবং গ্রাহকের সমস্যা সমাধানে আন্তরিক ও সচেষ্ট। ওয়ান কোট ইমালশন প্রজেক্টটিও এরই ধারাবাহিকতার একটি নতুন সংযোজনমাত্র। এটি গ্রাহকদের চাহিদা যথেষ্ট ভালোভাবে পূরণ করে যাচ্ছে এবং আমরাও মার্কেট লিডার হিসেবে তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনাকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছি। আমি গর্বিত যে আমরা আমাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি সব সময় সৎ থাকতে পেরেছি।’
পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত নাম বার্জার পেইন্টস। এই দীর্ঘ সময়ে যুগের প্রয়োজনীয়তার সঙ্গে তাল মিলিয়ে সবার প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখে এসেছি আমরা। ওয়ান কোট ইমালশনও এমনই একটি উদ্যোগ। এটি রঙের কাজকে যেমন দ্রুত, সহজ এবং আগের চেয়ে আরও সুবিধাজনক করেছে, তেমনি এর সিঙ্গেল-কোট কভারেজ, দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী প্রযুক্তি ইন্টেরিয়র পেইন্টিংয়ে এনে দিয়েছে নতুন মাত্রা।
অনেক বছর ধরে এই দিনের জন্যই তো অপেক্ষা করে ছিলেন আবুল হোসাইন। খুব আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। অবশেষে সেই দিনটি এল। তাই তিনি চাচ্ছিলেন, বাড়িটা রং করাবেন। কিন্তু রং করানো তো আর সহজ কথা নয়। ব্যাপক প্রস্তুতির ব্যাপার, অন্তত কয়েকবার তো কোটিং করাতেই হবে। আর হাতে বেশি সময়ও নেই, খরচাপাতিও অনেক। এই অল্প সময়ে কীভাবে এত কিছু সামলাবেন ভেবে তিনি একটু শঙ্কিতই ছিলেন—
এই গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু আবুল হোসাইনের মতো বাংলাদেশের প্রতিটি ঘরেই এমন বাবা আছেন, যাঁরাও এমনটাই ভাবেন। কারণ, রং করানোর জন্য কয়েক ধাপে কোটিং, তারপর শুকানো—সব মিলিয়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এতে যে খরচ পড়ে, তাতে এই দিকগুলোর কথা তো মাথায় রাখতেই হয়।
তাই তাদের কথা চিন্তা করেই বার্জার পেইন্টস নিয়ে এসেছে ওয়ান কোট ইমালশন। এটি একই সঙ্গে যেমন কাজের গুণগত মান অটুট রাখে, তেমনি সময় বাঁচায়, এমনকি ব্যয়ের দিক বিবেচনা করলেও সাশ্রয়ী। নিখুঁত ও মসৃণ ফিনিশের জন্য গতানুগতিক পেইন্টসের মতো একাধিক কোটেরও প্রয়োজন নেই। ওয়ান কোট ইমালশন শুধু একবার ব্যবহারই যথেষ্ট। একটি কোটেই পুরো দেয়াল কভার করা যায় বলে একাধিক লেয়ারেরও প্রয়োজন হয় না। ফলে অপেক্ষাকৃত কম সময় ও অল্প খরচে পরিপাটি ও সুন্দরভাবে রং করাতে ওয়ান কোট ইমালশন জুড়িহীন।
এ ছাড়া ওয়ান কোট ইমালশনে পুরো এরিয়া কভার করতে যেহেতু একটি কোটই যথেষ্ট এবং কভারেজও দেয় ১৫ শতাংশ বেশি। তাই সময়, পরিমাণ ও খরচ—সবদিকেই এটি সাশ্রয়ী, একই সঙ্গে পরিবেশবান্ধবও।
নতুন এই পণ্যের বাজারজাত নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে বলেন, ‘বার্জার সব সময় উদ্ভাবনে বিশ্বাসী এবং গ্রাহকের সমস্যা সমাধানে আন্তরিক ও সচেষ্ট। ওয়ান কোট ইমালশন প্রজেক্টটিও এরই ধারাবাহিকতার একটি নতুন সংযোজনমাত্র। এটি গ্রাহকদের চাহিদা যথেষ্ট ভালোভাবে পূরণ করে যাচ্ছে এবং আমরাও মার্কেট লিডার হিসেবে তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনাকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছি। আমি গর্বিত যে আমরা আমাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি সব সময় সৎ থাকতে পেরেছি।’
পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত নাম বার্জার পেইন্টস। এই দীর্ঘ সময়ে যুগের প্রয়োজনীয়তার সঙ্গে তাল মিলিয়ে সবার প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখে এসেছি আমরা। ওয়ান কোট ইমালশনও এমনই একটি উদ্যোগ। এটি রঙের কাজকে যেমন দ্রুত, সহজ এবং আগের চেয়ে আরও সুবিধাজনক করেছে, তেমনি এর সিঙ্গেল-কোট কভারেজ, দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী প্রযুক্তি ইন্টেরিয়র পেইন্টিংয়ে এনে দিয়েছে নতুন মাত্রা।
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে তিন ব্যক্তির বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছে। এ ছাড়াও বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্
১ ঘণ্টা আগেতৈরি পোশাক ও বস্ত্র খাতের ২ হাজার ৭৬৮টি কারখানা শ্রমিকদের ফেব্রুয়ারির বকেয়া বেতন পরিশোধ করেছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২টি (৪.২২ শতাংশ) কারখানা। আজ বৃহস্পতিবার পর্যন্ত ঈদের বোনাস দেয়নি ৭২৩টি (১৯ শতাংশ) কারখানা। জানুয়ারি বা তারও আগের বেতন বকেয়া রয়েছে ৩০টি কারখানায়।
১ ঘণ্টা আগেনাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ফাইবার কেটে ফেলেছে। অপরাধী চক্র কয়েকজন নিরাপত্তাকর্মীকে অপহরণ করেছে। এতে বন্ধ হয়ে গেছে প্রায়
১ ঘণ্টা আগেরমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত ২১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১ হাজার ৬৬১টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৩ হাজার ২৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।
২ ঘণ্টা আগে