
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। গতকাল বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয় ইউআইইউ শিক্ষার্থীরা।
ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় ক্যাম্পাসে ক্যাম্পেইন চালিয়ে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাঁরা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। তাঁদের সংগৃহীত শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এবং পোশাক বিতরণ করা হবে বন্যার্ত এলাকাগুলোতে। ইউআইইউ শিক্ষার্থীর ২৩ সদস্যের একটি দলের মাধ্যমে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যা দুর্গত প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে এগুলো দেওয়া হয়।
বর্তমানে ইউআইইউর চারটি দল বন্যা কবলিত এলাকাগুলোতে (ফেনী, নোয়াখালী ও কুমিল্লা) রয়েছে। এর মধ্যে দুইটি দল উদ্ধার কাজ এবং বাকি দুটি দল ত্রাণ সহায়তা প্রদান করছে। পুরো কাজটি তদারক করছেন ইউআইইউ’র সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা। তাঁরা বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েও কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রাপ্ত সহযোগিতায় এই কার্যক্রমটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইউআইইউ বানভাসি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বা সহযোগিতা চলমান থাকবে।’

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। গতকাল বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয় ইউআইইউ শিক্ষার্থীরা।
ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় ক্যাম্পাসে ক্যাম্পেইন চালিয়ে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাঁরা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। তাঁদের সংগৃহীত শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এবং পোশাক বিতরণ করা হবে বন্যার্ত এলাকাগুলোতে। ইউআইইউ শিক্ষার্থীর ২৩ সদস্যের একটি দলের মাধ্যমে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যা দুর্গত প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে এগুলো দেওয়া হয়।
বর্তমানে ইউআইইউর চারটি দল বন্যা কবলিত এলাকাগুলোতে (ফেনী, নোয়াখালী ও কুমিল্লা) রয়েছে। এর মধ্যে দুইটি দল উদ্ধার কাজ এবং বাকি দুটি দল ত্রাণ সহায়তা প্রদান করছে। পুরো কাজটি তদারক করছেন ইউআইইউ’র সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা। তাঁরা বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েও কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রাপ্ত সহযোগিতায় এই কার্যক্রমটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইউআইইউ বানভাসি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বা সহযোগিতা চলমান থাকবে।’

বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৬ মিনিট আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৪ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
১৪ ঘণ্টা আগে