Ajker Patrika

সোনালী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

বিজ্ঞপ্তি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ১৫
১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত
১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। আগামী ১৫ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় ব্যাংকটিকে বার্ষিক লক্ষ্যমাত্রার অন্তত ৪০ শতাংশ অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. শওকত আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীকে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

এ কর্মসূচির অধীনে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকারীদের জন্য পুরস্কার ঘোষণার কথাও জানিয়েছেন ব্যাংকের এমডি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। এতে ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠপর্যায়ের জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধানেরা অংশ নেন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ ব্যাংকিং সূচকগুলোর লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত