
দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।

দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
২ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
২ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
২ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
৬ ঘণ্টা আগে