
দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।

দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৭ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৭ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে