বিজ্ঞপ্তি

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও করসংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও জটিলতা নিরসনের লক্ষ্যে আয়োজিত ‘দ্য ভ্যাট অ্যান্ড ট্যাক্স প্লেবুক: ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর এজেন্সিজ’ কর্মশালা ২৫ ফেব্রুয়ারি, বনানী ক্লাবের মেহফিল হলে সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) কর্তৃক আয়োজিত এই কর্মশালায় দেশের ৫০টির অধিক স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার ফিন্যান্স ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের নির্বাহীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন।
এএএবির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপনের বক্তব্যের মাধ্যমে কর্মশালার শুভসূচনা হয়। তিনি বলেন, ‘১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এএএবি বিজ্ঞাপন খাতের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন, যা বাংলাদেশের বিভিন্ন ব্যবসার নির্ধারিত গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন করে, ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের বিজ্ঞাপন খাতের বার্ষিক বাজারমূল্য আনুমানিক ১২ হাজার ২৮ কোটি টাকাতে পৌঁছাবে এবং এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭৫ লক্ষাধিক মানুষ যুক্ত রয়েছেন, যার মধ্যে প্রায় ৮২ শতাংশ তরুণ।’
তবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিজ্ঞাপন খাতটি এখনো অনেকটাই অসংগঠিত এবং একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। সঠিক ও নির্দিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুপস্থিতি, অসামঞ্জস্যপূর্ণ ভ্যাট ও করনীতি এবং শিল্প খাতের স্বীকৃতির অভাব এর অন্যতম কারণ। বাংলাদেশের অর্থনৈতিক ও আইনগত আধুনিকায়নের পথে এই মুহূর্তে বিজ্ঞাপন খাতের জন্য যেমন প্রয়োজনীয় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ; তেমনি একটি স্বচ্ছ নিয়মতান্ত্রিক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করাও অপরিহার্য। একটি আধুনিক ও নিয়মতান্ত্রিক বন্দোবস্ত করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে ইতিমধ্যে একটি সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে।
সৈয়দ আহসানুল আপন আরও বলেন, ‘এএএবি এজেন্সি ও সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করতে চায়, ন্যায্য নীতিমালা তৈরি করে বিজ্ঞাপনী খাতকে শক্তিশালী করে তুলতে চায়। ন্যায্যতার ভিত্তিতে ভ্যাট ও ট্যাক্সের আওতায় নতুন নতুন এজেন্সিকে যুক্ত করে দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখতে চায়।’ কর্মশালায় উপস্থিত বক্তারা আরও বলেন, ‘বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও করসংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে এএএবির পক্ষ থেকে শীঘ্রই একটি প্রস্তাবনা সরকারের কাছে উত্থাপন করা হবে। এই প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের প্রতিবন্ধকতাগুলো দ্রুত নিরসন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এএএবির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মারুফ ও কোষাধ্যক্ষ সারাহ আলী।
কর্মশালায় বিজ্ঞাপন শিল্পের জন্য করসংক্রান্ত বাধ্যবাধকতা নিয়ে কথা বলেন অচিন্ত কুমার দাস, গ্রুপ সিনিয়র ম্যানেজার, ট্যাক্স ও ভ্যাট, এশিয়াটিক ৩৬০; তিনি কর ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন এআইটি, টিডিএস, বিদেশে কর পরিশোধ বাধ্যতামূলক কর রিটার্ন এবং সাম্প্রতিক সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর ভ্যাট রিটার্ন ও কমপ্লায়েন্স নিয়ে কথা বলেন ফয়সাল ইসলাম; হেড অব ফাইন্যান্স, ডটবার্থ লিমিটেড। তিনি মাসিক ভ্যাট রিটার্ন, ভ্যাট রিবেট, উৎসে কর কর্তন এবং কমন ভুল ও তার প্রতিকারের উপায়গুলো উপস্থাপন করেন।
এ ছাড়াও ব্যাংকিং, বিলিং, চুক্তি ও নৈতিকতা নিয়ে কথা বলেন মো. রমজান আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস ও লিগ্যাল অ্যাফেয়ার্স; তিনি আর্থিক স্বচ্ছতা, কর সাশ্রয়ের কৌশল এবং নৈতিক ব্যবসায়িক অনুশীলন বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও করসংক্রান্ত সচেতনতা বাড়াতে ভবিষ্যতে এমন আরও কার্যকর কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছে এএএবি।
কর্মশালাটি বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা ৩০ মিনিটে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও করসংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও জটিলতা নিরসনের লক্ষ্যে আয়োজিত ‘দ্য ভ্যাট অ্যান্ড ট্যাক্স প্লেবুক: ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর এজেন্সিজ’ কর্মশালা ২৫ ফেব্রুয়ারি, বনানী ক্লাবের মেহফিল হলে সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) কর্তৃক আয়োজিত এই কর্মশালায় দেশের ৫০টির অধিক স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার ফিন্যান্স ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের নির্বাহীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন।
এএএবির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপনের বক্তব্যের মাধ্যমে কর্মশালার শুভসূচনা হয়। তিনি বলেন, ‘১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এএএবি বিজ্ঞাপন খাতের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন, যা বাংলাদেশের বিভিন্ন ব্যবসার নির্ধারিত গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন করে, ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের বিজ্ঞাপন খাতের বার্ষিক বাজারমূল্য আনুমানিক ১২ হাজার ২৮ কোটি টাকাতে পৌঁছাবে এবং এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭৫ লক্ষাধিক মানুষ যুক্ত রয়েছেন, যার মধ্যে প্রায় ৮২ শতাংশ তরুণ।’
তবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিজ্ঞাপন খাতটি এখনো অনেকটাই অসংগঠিত এবং একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। সঠিক ও নির্দিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুপস্থিতি, অসামঞ্জস্যপূর্ণ ভ্যাট ও করনীতি এবং শিল্প খাতের স্বীকৃতির অভাব এর অন্যতম কারণ। বাংলাদেশের অর্থনৈতিক ও আইনগত আধুনিকায়নের পথে এই মুহূর্তে বিজ্ঞাপন খাতের জন্য যেমন প্রয়োজনীয় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ; তেমনি একটি স্বচ্ছ নিয়মতান্ত্রিক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করাও অপরিহার্য। একটি আধুনিক ও নিয়মতান্ত্রিক বন্দোবস্ত করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে ইতিমধ্যে একটি সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে।
সৈয়দ আহসানুল আপন আরও বলেন, ‘এএএবি এজেন্সি ও সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করতে চায়, ন্যায্য নীতিমালা তৈরি করে বিজ্ঞাপনী খাতকে শক্তিশালী করে তুলতে চায়। ন্যায্যতার ভিত্তিতে ভ্যাট ও ট্যাক্সের আওতায় নতুন নতুন এজেন্সিকে যুক্ত করে দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখতে চায়।’ কর্মশালায় উপস্থিত বক্তারা আরও বলেন, ‘বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও করসংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে এএএবির পক্ষ থেকে শীঘ্রই একটি প্রস্তাবনা সরকারের কাছে উত্থাপন করা হবে। এই প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের প্রতিবন্ধকতাগুলো দ্রুত নিরসন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এএএবির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মারুফ ও কোষাধ্যক্ষ সারাহ আলী।
কর্মশালায় বিজ্ঞাপন শিল্পের জন্য করসংক্রান্ত বাধ্যবাধকতা নিয়ে কথা বলেন অচিন্ত কুমার দাস, গ্রুপ সিনিয়র ম্যানেজার, ট্যাক্স ও ভ্যাট, এশিয়াটিক ৩৬০; তিনি কর ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন এআইটি, টিডিএস, বিদেশে কর পরিশোধ বাধ্যতামূলক কর রিটার্ন এবং সাম্প্রতিক সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর ভ্যাট রিটার্ন ও কমপ্লায়েন্স নিয়ে কথা বলেন ফয়সাল ইসলাম; হেড অব ফাইন্যান্স, ডটবার্থ লিমিটেড। তিনি মাসিক ভ্যাট রিটার্ন, ভ্যাট রিবেট, উৎসে কর কর্তন এবং কমন ভুল ও তার প্রতিকারের উপায়গুলো উপস্থাপন করেন।
এ ছাড়াও ব্যাংকিং, বিলিং, চুক্তি ও নৈতিকতা নিয়ে কথা বলেন মো. রমজান আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস ও লিগ্যাল অ্যাফেয়ার্স; তিনি আর্থিক স্বচ্ছতা, কর সাশ্রয়ের কৌশল এবং নৈতিক ব্যবসায়িক অনুশীলন বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
বিজ্ঞাপন শিল্পের আর্থিক ব্যবস্থাপনা ও করসংক্রান্ত সচেতনতা বাড়াতে ভবিষ্যতে এমন আরও কার্যকর কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছে এএএবি।
কর্মশালাটি বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা ৩০ মিনিটে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।

বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।
২ ঘণ্টা আগে
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
৭ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
৯ ঘণ্টা আগে
দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
১৬ ঘণ্টা আগে