সিলেট প্রতিনিধি

করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চালু করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-চট্টগ্রাম-সিলেট ফ্লাইট। আজ শনিবার দুপুরে ৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।
জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ এই রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে ফ্লাইট চালুর দুই মাসের মাথায় একই বছরের এপ্রিলে চলাচল বন্ধ হয়ে যায়।
বিমানসংশ্লিষ্টরা জানান, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া থাকবে ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গত ২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট অপারেট করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালিয়ে আসছিল বিমান। তবে করোনার কারণে গত বছরের এপ্রিল থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এরপর গত নভেম্বর মাসে এই রুটে ফের ফ্লাইট চালু করা হয়। এই ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫০০ টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখনো মানুষ ফ্লাইট চালু হওয়ার বিষয়টি জানেন না। তাই যাত্রী কম হয়েছে। ধীরে ধীরে যাত্রী বাড়বে।
স্টেশন ম্যানেজার আরও বলেন, সপ্তাহে দুই দিন বুধ ও শনিবার এই রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১টায় চট্টগ্রামের পথে ছেড়ে যাবে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমদ বলেন, ফ্লাইটটি চালু হওয়ায় সহজেই মানুষ সিলেট থেকে চট্টগ্রাম যেতে পারবেন। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যবসা-বাণিজ্য রয়েছে। দুই অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ ফ্লাইট ভূমিকা রাখবে।

করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চালু করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-চট্টগ্রাম-সিলেট ফ্লাইট। আজ শনিবার দুপুরে ৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।
জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ এই রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে ফ্লাইট চালুর দুই মাসের মাথায় একই বছরের এপ্রিলে চলাচল বন্ধ হয়ে যায়।
বিমানসংশ্লিষ্টরা জানান, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া থাকবে ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গত ২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট অপারেট করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালিয়ে আসছিল বিমান। তবে করোনার কারণে গত বছরের এপ্রিল থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এরপর গত নভেম্বর মাসে এই রুটে ফের ফ্লাইট চালু করা হয়। এই ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫০০ টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখনো মানুষ ফ্লাইট চালু হওয়ার বিষয়টি জানেন না। তাই যাত্রী কম হয়েছে। ধীরে ধীরে যাত্রী বাড়বে।
স্টেশন ম্যানেজার আরও বলেন, সপ্তাহে দুই দিন বুধ ও শনিবার এই রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১টায় চট্টগ্রামের পথে ছেড়ে যাবে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমদ বলেন, ফ্লাইটটি চালু হওয়ায় সহজেই মানুষ সিলেট থেকে চট্টগ্রাম যেতে পারবেন। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যবসা-বাণিজ্য রয়েছে। দুই অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ ফ্লাইট ভূমিকা রাখবে।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
২ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৯ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৯ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৯ ঘণ্টা আগে