সিলেট প্রতিনিধি

করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চালু করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-চট্টগ্রাম-সিলেট ফ্লাইট। আজ শনিবার দুপুরে ৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।
জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ এই রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে ফ্লাইট চালুর দুই মাসের মাথায় একই বছরের এপ্রিলে চলাচল বন্ধ হয়ে যায়।
বিমানসংশ্লিষ্টরা জানান, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া থাকবে ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গত ২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট অপারেট করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালিয়ে আসছিল বিমান। তবে করোনার কারণে গত বছরের এপ্রিল থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এরপর গত নভেম্বর মাসে এই রুটে ফের ফ্লাইট চালু করা হয়। এই ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫০০ টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখনো মানুষ ফ্লাইট চালু হওয়ার বিষয়টি জানেন না। তাই যাত্রী কম হয়েছে। ধীরে ধীরে যাত্রী বাড়বে।
স্টেশন ম্যানেজার আরও বলেন, সপ্তাহে দুই দিন বুধ ও শনিবার এই রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১টায় চট্টগ্রামের পথে ছেড়ে যাবে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমদ বলেন, ফ্লাইটটি চালু হওয়ায় সহজেই মানুষ সিলেট থেকে চট্টগ্রাম যেতে পারবেন। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যবসা-বাণিজ্য রয়েছে। দুই অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ ফ্লাইট ভূমিকা রাখবে।

করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চালু করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-চট্টগ্রাম-সিলেট ফ্লাইট। আজ শনিবার দুপুরে ৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।
জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ এই রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে ফ্লাইট চালুর দুই মাসের মাথায় একই বছরের এপ্রিলে চলাচল বন্ধ হয়ে যায়।
বিমানসংশ্লিষ্টরা জানান, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া থাকবে ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গত ২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট অপারেট করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালিয়ে আসছিল বিমান। তবে করোনার কারণে গত বছরের এপ্রিল থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এরপর গত নভেম্বর মাসে এই রুটে ফের ফ্লাইট চালু করা হয়। এই ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫০০ টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখনো মানুষ ফ্লাইট চালু হওয়ার বিষয়টি জানেন না। তাই যাত্রী কম হয়েছে। ধীরে ধীরে যাত্রী বাড়বে।
স্টেশন ম্যানেজার আরও বলেন, সপ্তাহে দুই দিন বুধ ও শনিবার এই রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টায় সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১টায় চট্টগ্রামের পথে ছেড়ে যাবে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমদ বলেন, ফ্লাইটটি চালু হওয়ায় সহজেই মানুষ সিলেট থেকে চট্টগ্রাম যেতে পারবেন। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যবসা-বাণিজ্য রয়েছে। দুই অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ ফ্লাইট ভূমিকা রাখবে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৬ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৬ ঘণ্টা আগে