
জীববৈচিত্র্য রক্ষায় হবিগঞ্জে শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের আশপাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শেভরন বাংলাদেশ ও পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারস যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।
শেভরন বাংলাদেশ গ্যাস প্ল্যান্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে। উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন ধরনের বর্ণিল ফুল, ফল, কাঠ, ঔষধি গাছসহ ৪ হাজারের বেশি উন্নতমানের চারা রোপণ করা হবে।
দেশীয় প্রজাতিকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচির উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা, বাতাসের গুণগত উন্নয়ন এবং স্থানীয় বন্যপ্রাণীর জন্য খাদ্য ও আশ্রয় দেওয়া। এ ছাড়া রোপণ করা হচ্ছে ১ হাজার ১৫০টি দেবদারুগাছ। দেবদারুগাছ তাদের শব্দ-শোষণকারী গুণাবলির জন্য পরিচিত, শব্দের তীব্রতা কমাতে সাহায্য করবে, যা চারপাশের সহনীয় মাত্রার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে।
এই প্রকল্প শুধু সৌন্দর্যবর্ধনের জন্যই নয়, এর স্থায়িত্ব এবং পরিবেশগত তত্ত্বাবধানে প্রতিশ্রুতিবদ্ধ। বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, গাছের স্বাস্থ্য সুরক্ষা এবং গাছের বৃদ্ধি নিশ্চিতে তদারকি করবে গ্রিন সেভারস।
এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, ‘করপোরেট দায়বদ্ধতা থেকে পরিবেশগত সুরক্ষায় এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে।’
শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার বলেন, ‘বৃক্ষরোপণ কার্বন নিঃসারণ কমিয়ে আনতে সাহায্য করে, নিশ্চিত করে সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ভবিষ্যৎ। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান পরিবেশ সুরক্ষায় যেমন অবদান রাখবে, আবার স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখবে। পরিবেশ ও স্থানীয় জনসাধারণের দীর্ঘস্থায়ী উপকার বয়ে আনার লক্ষ্যে গাছগুলোকে নিয়মিত পরিচর্যার বিষয়টি চলমান থাকবে।’
স্বাগত বক্তব্যে গ্রিন সেভারসের প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, ‘শেভরনের মতো শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান যদি সবুজ বাংলাদেশ গড়তে এবং পরিবেশ রক্ষায় এমন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেয়, তাহলে দেশ হয়ে উঠবে আরও সবুজময়।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, শেভরন বাংলাদেশ থেকে করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশবিদরা উপস্থিত ছিলেন।

জীববৈচিত্র্য রক্ষায় হবিগঞ্জে শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের আশপাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শেভরন বাংলাদেশ ও পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারস যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।
শেভরন বাংলাদেশ গ্যাস প্ল্যান্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে। উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন ধরনের বর্ণিল ফুল, ফল, কাঠ, ঔষধি গাছসহ ৪ হাজারের বেশি উন্নতমানের চারা রোপণ করা হবে।
দেশীয় প্রজাতিকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচির উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা, বাতাসের গুণগত উন্নয়ন এবং স্থানীয় বন্যপ্রাণীর জন্য খাদ্য ও আশ্রয় দেওয়া। এ ছাড়া রোপণ করা হচ্ছে ১ হাজার ১৫০টি দেবদারুগাছ। দেবদারুগাছ তাদের শব্দ-শোষণকারী গুণাবলির জন্য পরিচিত, শব্দের তীব্রতা কমাতে সাহায্য করবে, যা চারপাশের সহনীয় মাত্রার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে।
এই প্রকল্প শুধু সৌন্দর্যবর্ধনের জন্যই নয়, এর স্থায়িত্ব এবং পরিবেশগত তত্ত্বাবধানে প্রতিশ্রুতিবদ্ধ। বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, গাছের স্বাস্থ্য সুরক্ষা এবং গাছের বৃদ্ধি নিশ্চিতে তদারকি করবে গ্রিন সেভারস।
এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, ‘করপোরেট দায়বদ্ধতা থেকে পরিবেশগত সুরক্ষায় এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে।’
শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার বলেন, ‘বৃক্ষরোপণ কার্বন নিঃসারণ কমিয়ে আনতে সাহায্য করে, নিশ্চিত করে সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ভবিষ্যৎ। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান পরিবেশ সুরক্ষায় যেমন অবদান রাখবে, আবার স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখবে। পরিবেশ ও স্থানীয় জনসাধারণের দীর্ঘস্থায়ী উপকার বয়ে আনার লক্ষ্যে গাছগুলোকে নিয়মিত পরিচর্যার বিষয়টি চলমান থাকবে।’
স্বাগত বক্তব্যে গ্রিন সেভারসের প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, ‘শেভরনের মতো শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান যদি সবুজ বাংলাদেশ গড়তে এবং পরিবেশ রক্ষায় এমন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেয়, তাহলে দেশ হয়ে উঠবে আরও সবুজময়।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, শেভরন বাংলাদেশ থেকে করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশবিদরা উপস্থিত ছিলেন।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৩ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৭ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৭ ঘণ্টা আগে