
জনপ্রিয় ফুড আউটলেট খানা’স-এর সঙ্গে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ নিয়ে এসেছে গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডেকে আরও স্পেশাল করে তুলতে এই অফার এনেছে অপারেটরটি। ফ্ল্যাগশিপ এই ক্যাম্পেইনের আওতায় উইকেন্ডের বিশেষ অফারে খানা’স-এর অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকেরা। আগামী ১০ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে অফারটি।
গ্রামীণফোনের অ্যাক্টিং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস মো. ইফতেখার আলম এবং খানা’স-এর চেয়ারম্যান এহসান আহমেদের উপস্থিতিতে এই পার্টনারশিপের ঘোষণা করা হয়। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে গৃহীত এই পার্টনারশিপ নিয়ে উভয়েই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়। এই ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার খানা’স-এর যেকোনো আউটলেটে প্রথম ২৫ জন জিপিস্টার গ্রাহক বিনা মূল্যে উপভোগ করতে পারবেন একটি বিফ বা চিকেন চেডার বার্গার এবং হট ফ্রাইস। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ ছাড়।
অফারটি গ্রহণ করতে খানা’স-এর যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা ‘FF’ লিখে ২৯০০০ নম্বরে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।
গ্রামীণফোনের ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশনের অ্যাক্টিং হেড মো. ইফতেখার আলম বলেন, ‘গ্রাহকদের জন্য আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমাদের সংকল্পের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে। খানা’স-এর সঙ্গে পার্টনারশিপ আমাদের ক্যাম্পেইনে বিশেষ মাত্রা যোগ করবে।’
খানা’স-এর ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন মাহমুদ বলেন, ‘এটি খানা’স-এর প্রথম ব্র্যান্ড পার্টনারশিপ। আমাদের উভয়ের গ্রাহক সন্তুষ্টির জন্য গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই পার্টনারশিপ জিপিস্টার গ্রাহকদের মধ্যে সারা ফেলবে বলে আমাদের বিশ্বাস।’
ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। অফারটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ১৬টি খানা’স-এর আউটলেটে পাওয়া যাবে।

জনপ্রিয় ফুড আউটলেট খানা’স-এর সঙ্গে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ নিয়ে এসেছে গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডেকে আরও স্পেশাল করে তুলতে এই অফার এনেছে অপারেটরটি। ফ্ল্যাগশিপ এই ক্যাম্পেইনের আওতায় উইকেন্ডের বিশেষ অফারে খানা’স-এর অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকেরা। আগামী ১০ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে অফারটি।
গ্রামীণফোনের অ্যাক্টিং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস মো. ইফতেখার আলম এবং খানা’স-এর চেয়ারম্যান এহসান আহমেদের উপস্থিতিতে এই পার্টনারশিপের ঘোষণা করা হয়। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে গৃহীত এই পার্টনারশিপ নিয়ে উভয়েই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়। এই ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার খানা’স-এর যেকোনো আউটলেটে প্রথম ২৫ জন জিপিস্টার গ্রাহক বিনা মূল্যে উপভোগ করতে পারবেন একটি বিফ বা চিকেন চেডার বার্গার এবং হট ফ্রাইস। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ ছাড়।
অফারটি গ্রহণ করতে খানা’স-এর যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা ‘FF’ লিখে ২৯০০০ নম্বরে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।
গ্রামীণফোনের ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশনের অ্যাক্টিং হেড মো. ইফতেখার আলম বলেন, ‘গ্রাহকদের জন্য আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমাদের সংকল্পের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে। খানা’স-এর সঙ্গে পার্টনারশিপ আমাদের ক্যাম্পেইনে বিশেষ মাত্রা যোগ করবে।’
খানা’স-এর ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন মাহমুদ বলেন, ‘এটি খানা’স-এর প্রথম ব্র্যান্ড পার্টনারশিপ। আমাদের উভয়ের গ্রাহক সন্তুষ্টির জন্য গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই পার্টনারশিপ জিপিস্টার গ্রাহকদের মধ্যে সারা ফেলবে বলে আমাদের বিশ্বাস।’
ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। অফারটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ১৬টি খানা’স-এর আউটলেটে পাওয়া যাবে।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে উৎপাদন প্রক্রিয়ার শর্ত অনেক শিথিল করা হয়েছে। আগে নিয়ম ছিল, পোশাক তৈরির অন্তত দুটি বড় ধাপ বা প্রক্রিয়া অবশ্যই শ্রীলঙ্কার ভেতরে সম্পন্ন হতে হবে। এখন সেই বাধ্যবাধকতা আর থাকছে না।
১৮ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর ভারতের জ্বালানি তেলের ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে আনতে বড় ধরনের কৌশলগত চাল দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এখন সেই তেল ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
১ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...
১ দিন আগে
‘সরবরাহ সংকটের’ কারণে এমনিতেই নৈরাজ্য চলছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে। এর মধ্যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চরম সংকট দেখা দেয়। এ সুযোগে মজুত করা সিলিন্ডার ইচ্ছামতো দামে বিক্রি করেন কিছু খুচরা ও পাইকারি...
১ দিন আগে