
মিডিয়া ও অ্যাডভারটাইজিংয়ের আন্তর্জাতিক পরিসরে এবার আরও একটি দৃষ্টান্ত সৃষ্টি করল মাইন্ডশেয়ার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর ১৫ তম আসরে দেওয়া অ্যাবি অ্যাওয়ার্ডসের ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া’ ক্যাটাগরিতে মোট ৬টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মাইন্ডশেয়ার।
মাইন্ডশেয়ার বাংলাদেশের পাওয়া পুরস্কারের মধ্যে আছে ২টি ব্রোঞ্জ,৩টি সিলভার এবং ১টি গোল্ড। ব্রোঞ্জ দুটির একটি এসেছে ‘রিন’ ব্র্যান্ডটির প্যাক রিলঞ্চ ক্যাম্পেইনের জন্য, আর অন্যটি ‘ট্রেসেমি’র জন্য করা ‘ট্রেসেমি ফ্যাশন উইক ২০২০’ ক্যাম্পেইনটির সুবাদে। গ্রামীণফোন-এর জন্য করা ‘এক যোগে এক সঙ্গে’ এবং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ ক্যাম্পেইন দুটি ঘরে এনেছে ২টি সিলভার। বাটা’র ‘সারপ্রাইজিংলি বাটা’ ক্যাম্পেইনটি জিতেছে ১টি সিলভার অ্যাওয়ার্ড। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে ক্লোজআপ-এর ‘কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের জন্য।
ভারতীয় অ্যাডভারটাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারকার আসরে ৮টি ‘গোল্ড অ্যাবি’ জিতে নিয়ে পূর্ববর্তী আসরে পাওয়া ‘এজেন্সি অব দ্য ইয়ার’ খেতাবটি আবারও ধরে রেখেছে মাইন্ডশেয়ার। পাশাপাশি দেশের বাইরের এমন আসর থেকে ৬টি অ্যাওয়ার্ডের সম্মান জিতে নেওয়ার বিষয়টি মাইন্ডশেয়ার বাংলাদেশের জন্য আনন্দের ও অনুপ্রেরণার।
মাইন্ডশেয়ার বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে মিডিয়া, অ্যাডভারটাইজিং, ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে দারুণ কৃতিত্ব দেখিয়ে চলেছে। কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার জন্য এমন স্বীকৃতি পেয়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ গর্বিত এবং মূল্যবান ক্লায়েন্টদের প্রতি তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর, এ বছর আরও বড় পরিসরে গোয়া’র বাম্বোলিমে অবস্থিত গ্র্যান্ড হায়াটে ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হয় অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দ্য অ্যাডভারটাইজিং ক্লাব এর যৌথ উৎসব এই গোয়াফেস্ট।

মিডিয়া ও অ্যাডভারটাইজিংয়ের আন্তর্জাতিক পরিসরে এবার আরও একটি দৃষ্টান্ত সৃষ্টি করল মাইন্ডশেয়ার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর ১৫ তম আসরে দেওয়া অ্যাবি অ্যাওয়ার্ডসের ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া’ ক্যাটাগরিতে মোট ৬টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মাইন্ডশেয়ার।
মাইন্ডশেয়ার বাংলাদেশের পাওয়া পুরস্কারের মধ্যে আছে ২টি ব্রোঞ্জ,৩টি সিলভার এবং ১টি গোল্ড। ব্রোঞ্জ দুটির একটি এসেছে ‘রিন’ ব্র্যান্ডটির প্যাক রিলঞ্চ ক্যাম্পেইনের জন্য, আর অন্যটি ‘ট্রেসেমি’র জন্য করা ‘ট্রেসেমি ফ্যাশন উইক ২০২০’ ক্যাম্পেইনটির সুবাদে। গ্রামীণফোন-এর জন্য করা ‘এক যোগে এক সঙ্গে’ এবং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ ক্যাম্পেইন দুটি ঘরে এনেছে ২টি সিলভার। বাটা’র ‘সারপ্রাইজিংলি বাটা’ ক্যাম্পেইনটি জিতেছে ১টি সিলভার অ্যাওয়ার্ড। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে ক্লোজআপ-এর ‘কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের জন্য।
ভারতীয় অ্যাডভারটাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারকার আসরে ৮টি ‘গোল্ড অ্যাবি’ জিতে নিয়ে পূর্ববর্তী আসরে পাওয়া ‘এজেন্সি অব দ্য ইয়ার’ খেতাবটি আবারও ধরে রেখেছে মাইন্ডশেয়ার। পাশাপাশি দেশের বাইরের এমন আসর থেকে ৬টি অ্যাওয়ার্ডের সম্মান জিতে নেওয়ার বিষয়টি মাইন্ডশেয়ার বাংলাদেশের জন্য আনন্দের ও অনুপ্রেরণার।
মাইন্ডশেয়ার বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে মিডিয়া, অ্যাডভারটাইজিং, ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে দারুণ কৃতিত্ব দেখিয়ে চলেছে। কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার জন্য এমন স্বীকৃতি পেয়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ গর্বিত এবং মূল্যবান ক্লায়েন্টদের প্রতি তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর, এ বছর আরও বড় পরিসরে গোয়া’র বাম্বোলিমে অবস্থিত গ্র্যান্ড হায়াটে ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হয় অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দ্য অ্যাডভারটাইজিং ক্লাব এর যৌথ উৎসব এই গোয়াফেস্ট।

উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে।
১৫ মিনিট আগে
আবুল কালাম বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা বিদ্যমান। পরে টাস্কফোর্সের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী আইপিও
২ ঘণ্টা আগে
২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
৪ ঘণ্টা আগে
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৪ ঘণ্টা আগে