
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ রমজান উপলক্ষে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সে এই কথা জানানো হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে গ্রাহকদের মধ্যে খুশি ছড়াতে এই ক্যাম্পেইন করছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় পিৎজা বক্স তৈরি করেছে, যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে গ্রাহক রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মধ্যেও ছড়াতে পারবেন।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন বলেন, ‘এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এই জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ BOGO-অফার, Buy 1 Give 1; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছিল, এ বছর আরও একধাপ এগিয়ে ৩০ হাজার খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।’
রমজান মাসজুড়ে এই উদ্যোগে অংশ নিতে পারবেন গ্রাহকেরাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।

ডোমিনোজ পিৎজা বাংলাদেশ রমজান উপলক্ষে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সে এই কথা জানানো হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে গ্রাহকদের মধ্যে খুশি ছড়াতে এই ক্যাম্পেইন করছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় পিৎজা বক্স তৈরি করেছে, যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে গ্রাহক রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মধ্যেও ছড়াতে পারবেন।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন বলেন, ‘এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এই জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ BOGO-অফার, Buy 1 Give 1; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছিল, এ বছর আরও একধাপ এগিয়ে ৩০ হাজার খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।’
রমজান মাসজুড়ে এই উদ্যোগে অংশ নিতে পারবেন গ্রাহকেরাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৫ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে