Ajker Patrika

রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন চালু করেছে ব্র্যাক ব্যাংক 

আপডেট : ০৮ মে ২০২২, ১৬: ২৬
রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন চালু করেছে ব্র্যাক ব্যাংক 

গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) চালু করেছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহের যেকোনো দিন, যেকোনো সময় টাকা জমা দেওয়ার সুবিধা এনে দিতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই আরসিডিএম মেশিনের মাধ্যমে টাকা জমা দিলে তা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

স্মার্ট মেশিনটি ব্যবহার করে গ্রাহকগণ মিনিটের মধ্যে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করতে এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন। এখন থেকে গ্রাহকেরা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়েই ঝামেলামুক্তভাবে টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন। টাকা জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে তা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং এসএমএসের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। ব্র্যাক ব্যাংকের সম্পূর্ণ সুরক্ষিত এবং নির্ভরযোগ্য এই সেবা গ্রাহকদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধা এনে দেবে।

এই সেবা চালু করার প্রথম পর্যায়ে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, যশোর এবং পাবনায় মোট ৩৯টি আরসিডিএম বসানো হয়েছে। সারা দেশে পর্যায়ক্রমে আরও মেশিন চালু করা হবে। আরসিডিএম একক লেনদেনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা গ্রহণ করে। আর সর্বনিম্ন জমার পরিমাণ ১০ টাকা। গ্রাহক একদিনে একাধিক লেনদেন করতে পারবেন। মোট জমার পরিমাণ সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীর লেনদেন প্রোফাইল (টিপি) সীমা দ্বারা নির্ধারিত হয়। তবে, কেউ টিপি সীমার বেশি জমা দিলে, গ্রাহককে সতর্ক করা হবে এবং আপডেট করা নথি জমা দেওয়ার জন্য অনুরোধ করবে। এ ছাড়া কয়েন, দুই টাকা এবং ৫ টাকার নোট গ্রহণ করা হবে না।

ব্র্যাক ব্যাংকের হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম নতুন এই সেবা কার্যক্রম শুরু করা সম্পর্কে বলেন, ‘আরসিডিএম গ্রাহকদের জন্য ব্যাপক সুবিধা নিয়ে আসবে। কারণ এর মাধ্যমে ব্যাংকে না গিয়েই যেকোনো সময় এবং যেকোনো দিন তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। আমাদের অলটারনেট ব্যাংকিং চ্যানেলকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যায়ক্রমে সারা দেশে মেশিনটি স্থাপন করা হবে। ব্র্যাক ব্যাংক সব সময়ই সবার আগে ব্যাংকিং সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসে। গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে আমরা নতুন নতুন সেবা চালু করার প্রচেষ্টা চালিয়ে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত