Ajker Patrika

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
খায়রুল আলম। ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বুধবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন।

আজ রোববার (৪ মে) ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে। তা জানতে পেরে ব্যক্তিগত কারণ হিসেবে কর্ম ব্যস্ততা দেখিয়ে ব্যারিস্টার খায়রুল আলম পদত্যাগ করেন। তাঁর সঙ্গে তাৎক্ষণিক কথা বলাও সম্ভব হয়নি।

ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত