
সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি কোয়ালিটি চয়েস প্রাইজ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চের (ইএসকিউআর) পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে পুরস্কারটি নেন হেড অব রিসার্চ মো. হাসিব রেজা।
নৈতিকতা, উদ্ভাবন, নেতৃত্ব এবং ধারাবাহিক উন্নতির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছে এমন প্রতিষ্ঠানগুলোকে ইএসকিউআরের এই কোয়ালিটি চয়েস প্রাইজ দেওয়া হয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের গ্রাহকসেবা ও নৈতিকতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মান বজায় রেখে ক্লায়েন্ট ও এই খাতের বিভিন্ন অংশীজনদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও মোহাম্মদ রহমাত পাশা এই অর্জন সম্পর্কে বলেন, ‘এই পুরস্কার আমাদের টিমের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনোভাব এবং প্রতিশ্রুতির প্রতিফলন। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদেরকে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে অনুপ্রাণিত করবে এবং গুণগত মান ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের সব ধাপে মান বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
ইএসকিউআরের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। গুণগত মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অসাধারণ অবদান রাখার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয় এই সংস্থা।
ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড গুণগত মান বজায় রেখে ভবিষ্যতেও ক্লায়েন্টদের জন্য উন্নত সেবা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি কোয়ালিটি চয়েস প্রাইজ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চের (ইএসকিউআর) পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে পুরস্কারটি নেন হেড অব রিসার্চ মো. হাসিব রেজা।
নৈতিকতা, উদ্ভাবন, নেতৃত্ব এবং ধারাবাহিক উন্নতির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছে এমন প্রতিষ্ঠানগুলোকে ইএসকিউআরের এই কোয়ালিটি চয়েস প্রাইজ দেওয়া হয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের গ্রাহকসেবা ও নৈতিকতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মান বজায় রেখে ক্লায়েন্ট ও এই খাতের বিভিন্ন অংশীজনদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও মোহাম্মদ রহমাত পাশা এই অর্জন সম্পর্কে বলেন, ‘এই পুরস্কার আমাদের টিমের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনোভাব এবং প্রতিশ্রুতির প্রতিফলন। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদেরকে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে অনুপ্রাণিত করবে এবং গুণগত মান ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের সব ধাপে মান বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
ইএসকিউআরের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। গুণগত মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অসাধারণ অবদান রাখার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয় এই সংস্থা।
ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড গুণগত মান বজায় রেখে ভবিষ্যতেও ক্লায়েন্টদের জন্য উন্নত সেবা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৯ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৯ ঘণ্টা আগে