Ajker Patrika

রোববার ব্যাংক–পুঁজিবাজার বন্ধ, ৯–১০ আগস্ট ব্যাংকে লেনদেন ৫ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৮: ৩৬
রোববার ব্যাংক–পুঁজিবাজার বন্ধ, ৯–১০ আগস্ট ব্যাংকে লেনদেন ৫ ঘণ্টা

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস ৮ আগস্ট রোববার ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, মাস্ক পরিধানসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। দেশে করোনার বিস্তার রোধকল্পে এ সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। 

করোনার বিস্তার রোধে এর আগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। 

এদিকে, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে আগামী রোববার পুঁজিবাজারের লেনদেনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

এ ছাড়া ব্যাংক–পুঁজিবাজারের পাশাপাশি রোববার আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানা গেছে। 

এর আগে আজ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত