নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা ক্রমেই বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশেও। বিশ্বজুড়ে সোনার দাম বাড়ায় দেশেও দিনে দিনে দাম বাড়ছে। বর্তমানে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার বেশি, যেখানে এক বছর আগে এটি ছিল ১ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ, এক বছরে ভরিপ্রতি (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে প্রায় ৪৭ হাজার টাকা।
বিশ্ববাজারে সোনার দাম নিয়মিত ওঠানামা করলেও সাম্প্রতিক সময়ে দাম বাড়ার হার অনেক বেশি এবং তা উল্লেখযোগ্য হারে কমছে না। ফলে সোনার দাম ধাপে ধাপে ঊর্ধ্বমুখী হচ্ছে।
সোনার দামের এই ঊর্ধ্বগতি দেখে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পূর্বাভাস পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা, ইউবিএসের মতো বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের শেষে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে, যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে বেশি। ব্যাংক অব আমেরিকা ২০২৫ সালে সোনার দাম ৩ হাজার ৬৩ ডলার এবং ২০২৬ সালে ৩ হাজার ৩৫০ ডলার হতে পারে বলে জানিয়েছে, যা তাদের আগের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কেন বাড়ছে সোনার দাম
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা এবং বিনিয়োগের নিরাপদ বিকল্প হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি মূলত দাম বাড়ার প্রধান কারণ। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সোনার মজুত বাড়ানোর প্রবণতাও দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে কাজ করছে।
দেশে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা নিয়মিত সোনার দাম হালনাগাদ করে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) বাজুস ১৭ বার সোনার দাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে ১৪ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।
চলতি বছর মূল্যবৃদ্ধির চিত্র
বছরের শুরুতে ১৫ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। তখন ভরিপ্রতি (২২ ক্যারেট) দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ গত ২৮ মার্চ সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুস। এই দফায় দাম বাড়ার পরে সোনার দাম হয়েছে ভরিপ্রতি (২২ ক্যারেট) ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ বা রেকর্ড দাম। ফলে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম তিন মাসে প্রতি ভরিতে সোনার দাম ১৮ হাজার ৪২৯ টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া বর্তমানে ২১ ক্যারেট মানের সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৯ হাজার ১৬৭ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।
বিশ্ববাজারের প্রভাব
বাংলাদেশে সোনা উৎপাদিত হয় না। ফলে আমদানি করতে হয়। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও সরাসরি প্রভাব পড়ে। সর্বশেষ ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে, যা প্রতি সপ্তাহে নতুন রেকর্ড তৈরি করছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধির কারণেও সোনার দাম বাড়ছে। ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এক হাজার টনের বেশি সোনা কিনেছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা ক্রমেই বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশেও। বিশ্বজুড়ে সোনার দাম বাড়ায় দেশেও দিনে দিনে দাম বাড়ছে। বর্তমানে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার বেশি, যেখানে এক বছর আগে এটি ছিল ১ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ, এক বছরে ভরিপ্রতি (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে প্রায় ৪৭ হাজার টাকা।
বিশ্ববাজারে সোনার দাম নিয়মিত ওঠানামা করলেও সাম্প্রতিক সময়ে দাম বাড়ার হার অনেক বেশি এবং তা উল্লেখযোগ্য হারে কমছে না। ফলে সোনার দাম ধাপে ধাপে ঊর্ধ্বমুখী হচ্ছে।
সোনার দামের এই ঊর্ধ্বগতি দেখে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পূর্বাভাস পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা, ইউবিএসের মতো বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের শেষে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে, যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে বেশি। ব্যাংক অব আমেরিকা ২০২৫ সালে সোনার দাম ৩ হাজার ৬৩ ডলার এবং ২০২৬ সালে ৩ হাজার ৩৫০ ডলার হতে পারে বলে জানিয়েছে, যা তাদের আগের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কেন বাড়ছে সোনার দাম
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা এবং বিনিয়োগের নিরাপদ বিকল্প হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি মূলত দাম বাড়ার প্রধান কারণ। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সোনার মজুত বাড়ানোর প্রবণতাও দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে কাজ করছে।
দেশে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা নিয়মিত সোনার দাম হালনাগাদ করে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) বাজুস ১৭ বার সোনার দাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে ১৪ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।
চলতি বছর মূল্যবৃদ্ধির চিত্র
বছরের শুরুতে ১৫ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। তখন ভরিপ্রতি (২২ ক্যারেট) দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ গত ২৮ মার্চ সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুস। এই দফায় দাম বাড়ার পরে সোনার দাম হয়েছে ভরিপ্রতি (২২ ক্যারেট) ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ বা রেকর্ড দাম। ফলে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম তিন মাসে প্রতি ভরিতে সোনার দাম ১৮ হাজার ৪২৯ টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া বর্তমানে ২১ ক্যারেট মানের সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৯ হাজার ১৬৭ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।
বিশ্ববাজারের প্রভাব
বাংলাদেশে সোনা উৎপাদিত হয় না। ফলে আমদানি করতে হয়। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও সরাসরি প্রভাব পড়ে। সর্বশেষ ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে, যা প্রতি সপ্তাহে নতুন রেকর্ড তৈরি করছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধির কারণেও সোনার দাম বাড়ছে। ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এক হাজার টনের বেশি সোনা কিনেছে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৯ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৯ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
১২ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
১৩ ঘণ্টা আগে