নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শিক্ষার্থীদের মৃত্যু, পুলিশ সদস্যদের মৃত্যু ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর কয়েক দিন ধরে দেশব্যাপী পুলিশিং কার্যক্রম বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে চুরি, ডাকাতি এবং লুটপাটের ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে টাকার সরবরাহ কমেছে। ঝুঁকি বিবেচনায় অনেক ব্যাংক এলাকাভেদে টাকা সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত ৫৩৮টি থানায় ফিরেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ রোববার থেকে এটিএম বুথে টাকা সরবরাহ বাড়বে বলে জানা গেছে।
গতকাল শনিবার রাজধানীর অধিকাংশ এটিএম বুথই বন্ধ থাকতে দেখা গেছে। যেসব বুথ খোলা আছে সেগুলোর বেশির ভাগেই টাকা ছিল না। বাধ্য হয়ে একাধিক বুথে ছুটতে দেখা গেছে গ্রাহকদের। টাকা সরবরাহকারী নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ৩০ শতাংশের নিচে নেমেছে। এতে এটিএম এবং এজেন্টগুলোতে নগদ টাকার হাহাকার তৈরি হয়েছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা বহন করতে পারছে না নিরাপত্তা প্রতিষ্ঠানের গাড়ি। যেহেতু নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রোববার থেকে টাকার সরবরাহ স্বাভাবিক হবে। ব্যাংকের শাখা এবং এটিএম বুথে পর্যাপ্ত টাকা পাওয়া যাবে।’

ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শিক্ষার্থীদের মৃত্যু, পুলিশ সদস্যদের মৃত্যু ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর কয়েক দিন ধরে দেশব্যাপী পুলিশিং কার্যক্রম বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে চুরি, ডাকাতি এবং লুটপাটের ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে টাকার সরবরাহ কমেছে। ঝুঁকি বিবেচনায় অনেক ব্যাংক এলাকাভেদে টাকা সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত ৫৩৮টি থানায় ফিরেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ রোববার থেকে এটিএম বুথে টাকা সরবরাহ বাড়বে বলে জানা গেছে।
গতকাল শনিবার রাজধানীর অধিকাংশ এটিএম বুথই বন্ধ থাকতে দেখা গেছে। যেসব বুথ খোলা আছে সেগুলোর বেশির ভাগেই টাকা ছিল না। বাধ্য হয়ে একাধিক বুথে ছুটতে দেখা গেছে গ্রাহকদের। টাকা সরবরাহকারী নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ৩০ শতাংশের নিচে নেমেছে। এতে এটিএম এবং এজেন্টগুলোতে নগদ টাকার হাহাকার তৈরি হয়েছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা বহন করতে পারছে না নিরাপত্তা প্রতিষ্ঠানের গাড়ি। যেহেতু নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রোববার থেকে টাকার সরবরাহ স্বাভাবিক হবে। ব্যাংকের শাখা এবং এটিএম বুথে পর্যাপ্ত টাকা পাওয়া যাবে।’

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৫ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৮ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৯ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে