নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চাওয়া ঋণের প্রথম কিস্তির ৪৪ কোটি ৭০ মিলিয়ন ডলার আগামী বছরের ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে আইএমএফ পুরো ঋণ দেবে ঋণ দেবে বলে বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। ঋণের আনুষ্ঠানিকতা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। এর পরিমাণ ৪৪৭ মিলিয়ন (৪৪.৭ কোটি) মার্কিন ডলার। মোট ৭ কিস্তিতে এঋন পাওয়া যাবে। পরের ছয় কিস্তির প্রতিটিতে ৬৬৬ মিলিয়ন ডলার করে ঋণ মিলবে।’
চলমান অর্থনৈতিক সংকটসহ রিজার্ভ ও ডলারের যোগান বাড়াতে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এবিষয়ে আলোচনার জন্য গত ২৬ অক্টোবর থেকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সহায়তায় ৪২ মাসে মোট ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এসব তহবিলের লক্ষ্য হলো- সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টিকিয়ে রাখা এবং জোরালো, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধিকে সহায়তা করে, সঙ্গে সঙ্গে হুমকির মুখে থাকাদের রক্ষা করা।
এর মধ্যে রেজিলিয়েন্স ও সাস্টেইন্যাবিলিটি ফান্ডের (আরএসএফ) আওতায় বাংলাদেশকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হতে পারে। ওই অর্থ দিয়ে বাংলাদেশের জলবায়ু খাতে বিনিয়োগ চাহিদা পুরণ ও জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করার কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি আমদানিঘন জলবায়ু বিনিয়োগ থেকে লেনদেন ভারসাম্যে যে চাপ সৃষ্টি হয় তাও কমানো হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চাওয়া ঋণের প্রথম কিস্তির ৪৪ কোটি ৭০ মিলিয়ন ডলার আগামী বছরের ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে আইএমএফ পুরো ঋণ দেবে ঋণ দেবে বলে বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। ঋণের আনুষ্ঠানিকতা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। এর পরিমাণ ৪৪৭ মিলিয়ন (৪৪.৭ কোটি) মার্কিন ডলার। মোট ৭ কিস্তিতে এঋন পাওয়া যাবে। পরের ছয় কিস্তির প্রতিটিতে ৬৬৬ মিলিয়ন ডলার করে ঋণ মিলবে।’
চলমান অর্থনৈতিক সংকটসহ রিজার্ভ ও ডলারের যোগান বাড়াতে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এবিষয়ে আলোচনার জন্য গত ২৬ অক্টোবর থেকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সহায়তায় ৪২ মাসে মোট ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এসব তহবিলের লক্ষ্য হলো- সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টিকিয়ে রাখা এবং জোরালো, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধিকে সহায়তা করে, সঙ্গে সঙ্গে হুমকির মুখে থাকাদের রক্ষা করা।
এর মধ্যে রেজিলিয়েন্স ও সাস্টেইন্যাবিলিটি ফান্ডের (আরএসএফ) আওতায় বাংলাদেশকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হতে পারে। ওই অর্থ দিয়ে বাংলাদেশের জলবায়ু খাতে বিনিয়োগ চাহিদা পুরণ ও জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করার কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি আমদানিঘন জলবায়ু বিনিয়োগ থেকে লেনদেন ভারসাম্যে যে চাপ সৃষ্টি হয় তাও কমানো হবে।

সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বাজারে এলপি গ্যাস, চিনি ও ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটি জানিয়েছে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ২৫৪ টাকা হলেও ব্যবসায়ীরা ২ হাজার টাকার বেশি রাখছেন।
৩ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন।
৬ ঘণ্টা আগে
গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
৭ ঘণ্টা আগে
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
২০ ঘণ্টা আগে