নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পর আরও তিনটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেছে। গত জুন মাসেই প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির শেয়ার বিক্রি করে দেয়। তাদের নিযুক্ত প্রতিনিধিদের পরিচালক পদ থেকে সরিয়ে নেওয়া হয়। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে ব্যাংকটি বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
কোম্পানিগুলো হলো আরমাডা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভরস এবং ইউনিগ্লোবস বিজনেস রিসোর্সেস। কোম্পানি তিনটির হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেওয়ায় ব্যাংকটিতে উদ্যোক্তা-পরিচালকদের ধারণ করা শেয়ারের পরিমাণও কমে গেছে।
এর আগে ৫ জুলাই ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে মাসিক শেয়ার হোল্ডিং পজিশনের এই প্রতিবেদন জমা দেয় ব্যাংকটি। প্রতিবেদন থেকে জানা যায়, জুন শেষে ব্যাংকটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯০ শতাংশে। গত মে মাসেও উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ারের অংশীদারি ছিল প্রায় ৫১ শতাংশ। অর্থাৎ উদ্যোক্তা-পরিচালকদের ধারণ করা শেয়ারের অংশীদারি ৯ শতাংশের বেশি কমে গেছে।
এর আগে গত মে মাসে আইসিবি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের ৩ কোটি ৩৪ লাখ বা ২ দশমিক ৭০ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়।
জানা যায়, ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর আরমাডা স্পিনিং মিলসের পক্ষ থেকে নিযুক্ত প্রতিনিধি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। মালিকানা হাতবদলের সময় আরমাডা স্পিনিং মিলস ছিল ব্যাংকটির অন্যতম বৃহৎ শেয়ারধারী কোম্পানি। সর্বশেষ আরমাডার প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন অধ্যাপক নাজমুল ইসলাম।
এ ছাড়া গত জুন মাসে ব্যাংকটির পরিচালক পদ থেকে নিজেদের সরিয়ে নেওয়া আগে কিংসওয়ে এনডেভরসের হাতে ছিল ব্যাংকটির প্রায় সাড়ে ৪ শতাংশ শেয়ার। এ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকে পরিচালক ছিলেন সেলিম উদ্দিন।
একইভাবে পরিচালক পদ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আগে ইউনিগ্লোবসের হাতে ছিল ৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার। এ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির পরিচালক ছিলেন মেজর জেনারেল (অব.) আবদুল মতিন। প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির মালিকানা থেকে সরে যাওয়ায় তাদের পক্ষে নিযুক্ত পরিচালকদেরও বাদ দেওয়া হয়েছে।
এসব বিষয়ে জানতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলার নম্বরে একাধিক ফোন করলেও তিনি রিসিভ করেননি। জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলামও কিছু জানাতে পারেননি। ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ।
ব্লক মার্কেটে বড় লেনদেন
ডিএসইর তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে ব্লক মার্কেটের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ার লেনদেন হয়েছে। মোট ১৪ কোটি ৬৩ লাখ শেয়ার বেচাকেনা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে গত বুধবার ও গত রোববার—এই দুই দিনেই ১৪৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। তবে ফ্লোর প্রাইসে আটকে থাকায় মূল বাজারে ব্যাংকটির শেয়ারের খুব বেশি লেনদেন হচ্ছে না।
পুঁজিবাজারের ব্লক মার্কেটে শেয়ারের লেনদেনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা এবং দর পূর্বনির্ধারিত থাকে। যার কারণে শেয়ারের ক্রেতা-বিক্রেতা চিহ্নিত করা যায় না। যার কারণে এসব শেয়ারের সব ক্রেতা সম্পর্কে জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিটিএ ওয়েলথ ম্যানেজমেন্ট ইসলামী ব্যাংকের ২ শতাংশ বা ৩ কোটি ৪২ লাখ শেয়ার ১১১ কোটি টাকা ব্যয়ে কিনেছে বলে জানা গেছে।
শেয়ারের এ হাতবদলের ফলে পরিচালনা পর্ষদে কোনো পরিবর্তন আসছে কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, ইসলামী ব্যাংকের বিদেশি উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে সৌদি আরবভিত্তিক আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আরাবাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি যৌথভাবে ২২ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার ধারণ করছে।
আর সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে আরও ২৪ দশমিক ৪৯ শতাংশ শেয়ার, যা মে মাসে ছিল ২০ দশমিক ২৩ শতাংশ।
এ ছাড়া মধ্যপ্রাচ্যভিত্তিক বাহরাইন ইসলামিক ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস এবং দুবাই ইসলামিক ব্যাংক ২০১৫ সাল থেকে ব্যাংকটিতে তাদের হোল্ডিং কমিয়ে দিয়েছে।
২০২২ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ২৮ শতাংশ বেড়ে ৬১৬ কোটি টাকা হয়েছে। ওই বছর এর শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৮৪ পয়সা, যা এক বছর আগে ছিল ২ টাকা ৯৯ পয়সা। বছরটিতে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইসলামী ব্যাংক।

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পর আরও তিনটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেছে। গত জুন মাসেই প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির শেয়ার বিক্রি করে দেয়। তাদের নিযুক্ত প্রতিনিধিদের পরিচালক পদ থেকে সরিয়ে নেওয়া হয়। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে ব্যাংকটি বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
কোম্পানিগুলো হলো আরমাডা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভরস এবং ইউনিগ্লোবস বিজনেস রিসোর্সেস। কোম্পানি তিনটির হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেওয়ায় ব্যাংকটিতে উদ্যোক্তা-পরিচালকদের ধারণ করা শেয়ারের পরিমাণও কমে গেছে।
এর আগে ৫ জুলাই ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে মাসিক শেয়ার হোল্ডিং পজিশনের এই প্রতিবেদন জমা দেয় ব্যাংকটি। প্রতিবেদন থেকে জানা যায়, জুন শেষে ব্যাংকটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯০ শতাংশে। গত মে মাসেও উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ারের অংশীদারি ছিল প্রায় ৫১ শতাংশ। অর্থাৎ উদ্যোক্তা-পরিচালকদের ধারণ করা শেয়ারের অংশীদারি ৯ শতাংশের বেশি কমে গেছে।
এর আগে গত মে মাসে আইসিবি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের ৩ কোটি ৩৪ লাখ বা ২ দশমিক ৭০ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়।
জানা যায়, ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর আরমাডা স্পিনিং মিলসের পক্ষ থেকে নিযুক্ত প্রতিনিধি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। মালিকানা হাতবদলের সময় আরমাডা স্পিনিং মিলস ছিল ব্যাংকটির অন্যতম বৃহৎ শেয়ারধারী কোম্পানি। সর্বশেষ আরমাডার প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন অধ্যাপক নাজমুল ইসলাম।
এ ছাড়া গত জুন মাসে ব্যাংকটির পরিচালক পদ থেকে নিজেদের সরিয়ে নেওয়া আগে কিংসওয়ে এনডেভরসের হাতে ছিল ব্যাংকটির প্রায় সাড়ে ৪ শতাংশ শেয়ার। এ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকে পরিচালক ছিলেন সেলিম উদ্দিন।
একইভাবে পরিচালক পদ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আগে ইউনিগ্লোবসের হাতে ছিল ৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার। এ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির পরিচালক ছিলেন মেজর জেনারেল (অব.) আবদুল মতিন। প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির মালিকানা থেকে সরে যাওয়ায় তাদের পক্ষে নিযুক্ত পরিচালকদেরও বাদ দেওয়া হয়েছে।
এসব বিষয়ে জানতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলার নম্বরে একাধিক ফোন করলেও তিনি রিসিভ করেননি। জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলামও কিছু জানাতে পারেননি। ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ।
ব্লক মার্কেটে বড় লেনদেন
ডিএসইর তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে ব্লক মার্কেটের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ার লেনদেন হয়েছে। মোট ১৪ কোটি ৬৩ লাখ শেয়ার বেচাকেনা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে গত বুধবার ও গত রোববার—এই দুই দিনেই ১৪৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। তবে ফ্লোর প্রাইসে আটকে থাকায় মূল বাজারে ব্যাংকটির শেয়ারের খুব বেশি লেনদেন হচ্ছে না।
পুঁজিবাজারের ব্লক মার্কেটে শেয়ারের লেনদেনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা এবং দর পূর্বনির্ধারিত থাকে। যার কারণে শেয়ারের ক্রেতা-বিক্রেতা চিহ্নিত করা যায় না। যার কারণে এসব শেয়ারের সব ক্রেতা সম্পর্কে জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিটিএ ওয়েলথ ম্যানেজমেন্ট ইসলামী ব্যাংকের ২ শতাংশ বা ৩ কোটি ৪২ লাখ শেয়ার ১১১ কোটি টাকা ব্যয়ে কিনেছে বলে জানা গেছে।
শেয়ারের এ হাতবদলের ফলে পরিচালনা পর্ষদে কোনো পরিবর্তন আসছে কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, ইসলামী ব্যাংকের বিদেশি উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে সৌদি আরবভিত্তিক আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আরাবাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি যৌথভাবে ২২ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার ধারণ করছে।
আর সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে আরও ২৪ দশমিক ৪৯ শতাংশ শেয়ার, যা মে মাসে ছিল ২০ দশমিক ২৩ শতাংশ।
এ ছাড়া মধ্যপ্রাচ্যভিত্তিক বাহরাইন ইসলামিক ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস এবং দুবাই ইসলামিক ব্যাংক ২০১৫ সাল থেকে ব্যাংকটিতে তাদের হোল্ডিং কমিয়ে দিয়েছে।
২০২২ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ২৮ শতাংশ বেড়ে ৬১৬ কোটি টাকা হয়েছে। ওই বছর এর শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৮৪ পয়সা, যা এক বছর আগে ছিল ২ টাকা ৯৯ পয়সা। বছরটিতে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইসলামী ব্যাংক।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৩ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৭ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৭ ঘণ্টা আগে