নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে চিনির দাম কেজিপ্রতি তিন টাকা কমানোর ঘোষণা দিল সরকার। প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে গত ১৯ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ তারিখের আবেদন পর্যালোচনায় চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।
পরিশোধিত প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০৭ ও ১১২ টাকা। ৮ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, গত নভেম্বর মাস থেকে সরকার চিনির দাম কয়েক দফা দাম ঘোষণা করলেও কেউ মানেনি সে মূল্য। ব্যবসায়ীরা নানা অজুহাতে তাদের নির্ধারিত দামেই চিনি বিক্রি করছেন। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২ থেকে ১২০ টাকা কেজি দরে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২-১১৫ টাকা। এক মাস আগে ছিল ১১৫ থেকে ১২০ টাকা এবং এক বছর আগে একই দিনে প্রতিকেজি চিনির দাম ছিল ৭৬-৮০ টাকায়।

রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে চিনির দাম কেজিপ্রতি তিন টাকা কমানোর ঘোষণা দিল সরকার। প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে গত ১৯ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ তারিখের আবেদন পর্যালোচনায় চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।
পরিশোধিত প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০৭ ও ১১২ টাকা। ৮ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, গত নভেম্বর মাস থেকে সরকার চিনির দাম কয়েক দফা দাম ঘোষণা করলেও কেউ মানেনি সে মূল্য। ব্যবসায়ীরা নানা অজুহাতে তাদের নির্ধারিত দামেই চিনি বিক্রি করছেন। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২ থেকে ১২০ টাকা কেজি দরে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২-১১৫ টাকা। এক মাস আগে ছিল ১১৫ থেকে ১২০ টাকা এবং এক বছর আগে একই দিনে প্রতিকেজি চিনির দাম ছিল ৭৬-৮০ টাকায়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
২ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
২ ঘণ্টা আগে
বন্ড সুবিধা বহাল ও সরকারের সঙ্গে আলোচনা চান দেশের তৈরি পোশাক কারখানা মালিকেরা। ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই দাবি জানান তাঁরা।
৪ ঘণ্টা আগে