বিশেষ প্রতিনিধি, ঢাকা

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে ৩২টি যন্ত্রের প্রদর্শনী করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বুধবার বিমানের জিএসই বিভাগে ‘নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৪ কোটি (চুয়ান্ন কোটি) টাকা ব্যয়ে কেনা ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এর কমিশনিং করা হয়। ইকুইপমেন্টসমূহের মধ্যে রয়েছে—আমেরিকার তৈরি দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ফ্রান্সের তৈরি ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, আমেরিকার তৈরি ১১৫ টন ক্ষমতাসম্পন্ন দুটি এবং ৬৫ টন ক্ষমতাসম্পন্ন ৫টি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট। এ ছাড়াও রয়েছে ফ্রান্সের তৈরি দুটি এয়ার স্টার্ট ইউনিট।
অনুষ্ঠানে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত ইকুইপমেন্টগুলো জিএসই বহরে যুক্ত হওয়ার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হলো।
জিএসই বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ৪টি ফর্কলিফট, ৫টি আধুনিক মানের প্যাসেঞ্জার কোচ, টো-ট্রাক্টর ১৮টি, ৬টি বেল্ট লোডার, ২টি পুশব্যাক টো-ট্র্যাক্টর, ৮টি গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ ৩৫ কোটি (পঁয়ত্রিশ কোটি) টাকা ব্যয়ে মোট ৪৩টি ইকুইপমেন্ট জিএসই বহরে সংযোজন করেছে। অচিরেই আরও ৬টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার স্টেপস, ৪টি পুশ কার্ট, ৪টি অত্যাধুনিক আম্বুলিফট বহরে যুক্ত হবে। এ ছাড়াও ক্রয়-প্রক্রিয়াধীন রয়েছে ১৪টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ৪টি পোর্টেবল ওয়াটার কার্ট, ৬টি ফ্লাশ কার্ট, ২৫০টি ব্যাগেজ ট্রলি ইত্যাদি। যা আগামী ৬ মাসের মধ্যে যুক্ত হলে জিএসই বহর সমৃদ্ধ করার পাশাপাশি বিমানের রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা পালন করবে।
সংস্থাটি আরও জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ইকুইপমেন্ট কেনার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট কেনার পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক/ ইলেকট্রিশিয়ানসহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ ও এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদণ্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমান ও সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে ৩২টি যন্ত্রের প্রদর্শনী করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বুধবার বিমানের জিএসই বিভাগে ‘নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৪ কোটি (চুয়ান্ন কোটি) টাকা ব্যয়ে কেনা ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এর কমিশনিং করা হয়। ইকুইপমেন্টসমূহের মধ্যে রয়েছে—আমেরিকার তৈরি দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ফ্রান্সের তৈরি ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, আমেরিকার তৈরি ১১৫ টন ক্ষমতাসম্পন্ন দুটি এবং ৬৫ টন ক্ষমতাসম্পন্ন ৫টি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট। এ ছাড়াও রয়েছে ফ্রান্সের তৈরি দুটি এয়ার স্টার্ট ইউনিট।
অনুষ্ঠানে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত ইকুইপমেন্টগুলো জিএসই বহরে যুক্ত হওয়ার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হলো।
জিএসই বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ৪টি ফর্কলিফট, ৫টি আধুনিক মানের প্যাসেঞ্জার কোচ, টো-ট্রাক্টর ১৮টি, ৬টি বেল্ট লোডার, ২টি পুশব্যাক টো-ট্র্যাক্টর, ৮টি গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ ৩৫ কোটি (পঁয়ত্রিশ কোটি) টাকা ব্যয়ে মোট ৪৩টি ইকুইপমেন্ট জিএসই বহরে সংযোজন করেছে। অচিরেই আরও ৬টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার স্টেপস, ৪টি পুশ কার্ট, ৪টি অত্যাধুনিক আম্বুলিফট বহরে যুক্ত হবে। এ ছাড়াও ক্রয়-প্রক্রিয়াধীন রয়েছে ১৪টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ৪টি পোর্টেবল ওয়াটার কার্ট, ৬টি ফ্লাশ কার্ট, ২৫০টি ব্যাগেজ ট্রলি ইত্যাদি। যা আগামী ৬ মাসের মধ্যে যুক্ত হলে জিএসই বহর সমৃদ্ধ করার পাশাপাশি বিমানের রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা পালন করবে।
সংস্থাটি আরও জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ইকুইপমেন্ট কেনার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট কেনার পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক/ ইলেকট্রিশিয়ানসহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ ও এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদণ্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমান ও সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) আয়োজিত এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
১৩ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
১৬ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
১৮ ঘণ্টা আগে