Ajker Patrika

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীর বসুন্ধরা এলাকায় তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল মেলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর বসুন্ধরা এলাকায় তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল মেলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বসুন্ধরা এলাকায় তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার জান্নাত রেস্টুরেন্টে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। এ মেলায় প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা তাঁদের নিজ নিজ পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। ক্রেতা ও দর্শনার্থীরা এ সময়ের মধ্যে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে ও নিজেদের পছন্দের পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।

মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান এ এন মনজুরুল হক সোহেল এবং সিইও হিসেবে আছেন জিনাত আরা। তাঁদের সহযোগী হিসেবে আছেন নারী উদ্যোক্তা সাবরিন, উষা ও সম্পুর্না।

আয়োজক কমিটির সিইও জিনাত আরা মেলা সম্পর্কে জানান, বিভিন্ন ধরনের ডিজাইনের জুয়েলারি, নারীদের পোশাকের সমাহার রয়েছে তিন দিনব্যাপী এ মেলায়। যেহেতু নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন তাই ঘর গৃহস্থালির বিভিন্ন দৃষ্টিনন্দন সামগ্রীও এ মেলায় স্থান পাবে। সঙ্গে থাকবে নারী উদ্যোক্তাদের নিজেদের হাতে তৈরি হ্যান্ড মেড ক্র্যাফট। মেলায় আসা শিশুদের আছে মনোমুগ্ধকর কিডস প্লে জোন। আগত অতিথিদের কথা ভাবনায় রেখে রাখা হয়েছে উন্নতমানের ক্যাফে কর্নার। যেখানে বসে আগত দর্শনার্থী ও অতিথিরা বিভিন্ন ধরনের মানসম্মত খাবার উপভোগ করতে পারবেন।

মেলা আয়োজনের কারণ সম্পর্কে বলতে গিয়ে আয়োজক কমিটির চেয়ারম্যান এ এন মনজুরুল হক সোহেল বলেন, ‘নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সম্পর্কে জানাতেই এ মেলার আয়োজন করা হয়েছে। বাজারে কিংবা বিভিন্ন দোকার বা শোরুমগুলোতে যেসব জুয়েলারি, পোশাক, ঘর গৃহস্থালির পণ্যসামগ্রী পাওয়া যায় এ মেলায়; সেগুলোর পরিবর্তে ব্যতিক্রমী ডিজাইনের মানসম্পন্ন পণ্যের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পণ্যের মূল্যও হাতের নাগালে রাখা হয়েছে। সবাই প্রতি আহ্বান থাকবে শুক্র ও শনিবার ছুটির দিনে আপনারা মেলায় আসুন। সঙ্গে নিজের পছন্দের পণ্য ক্রয় করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত