নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোকে একীভূত করে একটি সমন্বিত শিল্পাঞ্চল গড়ার প্রস্তাব দিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ লক্ষ্যে চট্টগ্রামে প্রতীকী মূল্যে জমি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে।
গতকাল সোমবার বিডা কার্যালয়ে এক বৈঠকে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পর্ষদ এই প্রস্তাব দেয়। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজিএমইএর প্রধান চারটি প্রস্তাব হলো—চট্টগ্রামে একটি সমন্বিত পোশাকশিল্প অঞ্চল গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানি ও রিসাইক্লিং খাতে বিনিয়োগের সহায়তা, ঋণ ক্ল্যাসিফিকেশন ও বন্ড নিরীক্ষার প্রক্রিয়া সহজীকরণ এবং পৃথক ‘বস্ত্র ও পোশাক মন্ত্রণালয়’ গঠন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদহার, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধিসহ পোশাকশিল্পের সামনে পাঁচ ধরনের বড় চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পের সম্প্রসারণ ও শিল্পকে এগিয়ে নিতে বিডার সহযোগিতা প্রয়োজন।
পরিবেশবান্ধব উৎপাদনের জন্য পোশাক কারখানাগুলোয় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে উদ্যোগ নিতে সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ। তারা বলছে, প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা ছাড়া এ ধরনের রূপান্তর সম্ভব নয়। ঋণের গ্রেস পিরিয়ড তিন মাস থেকে ছয় মাসে উন্নীত করার প্রস্তাব এবং বন্ড নিরীক্ষা হয়রানিমূলক উল্লেখ করে নিরীক্ষার কাজে ২০টি আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের অনুরোধ জানায় তারা।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, দ্রুত যৌথ কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে। তিনি পোশাকশিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদারের আশ্বাস দেন।
বৈঠকে বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও পরিচালক সামিহা আজিম এবং বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোকে একীভূত করে একটি সমন্বিত শিল্পাঞ্চল গড়ার প্রস্তাব দিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ লক্ষ্যে চট্টগ্রামে প্রতীকী মূল্যে জমি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে।
গতকাল সোমবার বিডা কার্যালয়ে এক বৈঠকে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পর্ষদ এই প্রস্তাব দেয়। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজিএমইএর প্রধান চারটি প্রস্তাব হলো—চট্টগ্রামে একটি সমন্বিত পোশাকশিল্প অঞ্চল গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানি ও রিসাইক্লিং খাতে বিনিয়োগের সহায়তা, ঋণ ক্ল্যাসিফিকেশন ও বন্ড নিরীক্ষার প্রক্রিয়া সহজীকরণ এবং পৃথক ‘বস্ত্র ও পোশাক মন্ত্রণালয়’ গঠন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদহার, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধিসহ পোশাকশিল্পের সামনে পাঁচ ধরনের বড় চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পের সম্প্রসারণ ও শিল্পকে এগিয়ে নিতে বিডার সহযোগিতা প্রয়োজন।
পরিবেশবান্ধব উৎপাদনের জন্য পোশাক কারখানাগুলোয় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে উদ্যোগ নিতে সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ। তারা বলছে, প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা ছাড়া এ ধরনের রূপান্তর সম্ভব নয়। ঋণের গ্রেস পিরিয়ড তিন মাস থেকে ছয় মাসে উন্নীত করার প্রস্তাব এবং বন্ড নিরীক্ষা হয়রানিমূলক উল্লেখ করে নিরীক্ষার কাজে ২০টি আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের অনুরোধ জানায় তারা।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, দ্রুত যৌথ কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে। তিনি পোশাকশিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদারের আশ্বাস দেন।
বৈঠকে বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও পরিচালক সামিহা আজিম এবং বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৪ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৪ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১৪ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১৪ ঘণ্টা আগে