Ajker Patrika

পেট্রল-অকটেন-ডিজেলের দাম কমল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০১ জুন ২০২৫, ১৩: ১১
ফাইল ছবি
ফাইল ছবি

সকল প্রকার জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে কমেছে ২ টাকা। আর অকটেন ও পেট্রলের দাম লিটারে কমেছে ৩ টাকা। আগামীকাল (১ জুন) থেকে এই দাম কার্যকর হবে। আজ শনিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তা পর্যায় প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১২১ টাকা থেকে লিটারে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। আর অকটেনের দাম ১২৫ টাকা লিটার থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।

এর আগে গত মাসেও জ্বালানি তেলের দাম কমিয়েছিল সরকার। সেবার অকটেন, পেট্রল ও ডিজেলে লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

এলাকার খবর
Loading...